যমজ পুত্রের ছবি পোস্ট করে বাবা-মা হওয়ার খবর দেন নির্মাতা-অভিনেত্রী দম্পতি ভিগনেশ ও নয়নতারা। সেই থেকে আলোচনা শুরু। তবে কি সারোগেসির মাধ্যমে বাবা-মা হলেন দুই তারকা? অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার কোনো ছাপ দেখেননি কেউ!
যদি নয়নতারা সারোগেসির মাধ্যমে মা হয়ে থাকেন, তাহলে কি আইন মানা হয়েছে? এমন নানা প্রশ্ন উঠতে থাকে। এ নিয়ে তদন্ত শুরু করে তামিলনাড়ুর স্বাস্থ্য অধিদপ্তর।
তদন্তে বেরিয়ে আসে, ছয় বছর আগেই রেজিস্ট্রি করে বিয়ে করেছেন নয়নতারা-ভিগনেশ। সেই হলফনামাসহ আইনি বিয়ের তথ্যাদি তারা জমা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সারোগেসি (রেগুলেশন) অ্যাক্ট, ২০২১ অনুযায়ী, বিয়ের পরে অন্তত পাঁচ বছর কাটলে তবেই কোনো দম্পতি সারোগেসির আবেদন করতে পারে। যিনি সন্তান জন্ম দেবেন, তাকেও হতে হবে সারোগেসির আবেদন করা দম্পতির নিকট আত্মীয়।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যিনি নয়নতারা-ভিগনেশের সন্তান জন্ম দিয়েছেন, তিনি নয়নতারার আত্মীয়।
চেন্নাইয়ের যে হাসপাতালে তারকা দম্পতির যমজ সন্তানদের জন্ম হয়, সেখানেও গিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তকারীরা। নয়নতারা এবং ভিগনেশ আশ্বস্ত করেছেন, সব নিয়ম মেনেই সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন তারা।
আট বছরের সম্পর্কের পর গত ৯ জুন বিয়ে করেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও চলচ্চিত্র পরিচালক ভিগনেশ। চার মাস পেরোতে না পেরোতেই এই তারকা দম্পতির যমজ পুত্রসন্তানের মা-বাবা হওয়ার খবরে দ্বিধায় পড়ে যান ভক্ত-অনুরাগীরা।