বাংলা সংগীতের গুণী সংগীতশিল্পী কবীর সুমন ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার দুপুর নাগাদ তিনি ঢাকায় পৌঁছেছেন। তিনদিনের সংগীত পরিবেশন অনুষ্ঠানে অংশ নিতে তার ঢাকায় আগমন।
বাংলা সংগীতের বাক বদল করা অ্যালবাম ‘তোমাকে চাই’ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করেছে পিপহোল।
১৫, ১৮ ও ২১ অক্টোবর রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে সংগীত পরিবেশনায় অংশ নেবেন তিনি। এর মধ্যে ১৫ ও ২১ অক্টোবরের টিকিট শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
বুধবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে জানানো হয়, মিলনায়তনের আসন সংখ্যা ৫০০। ১৫ ও ২১ অক্টোবরের টিকিট শেষ, ১৮ অক্টোবরের টিকিট এখনও আছে।
১৫ ও ২১ অক্টোবর সুমন গাইবেন আধুনিক গান আর ১৮ অক্টোবর তিনি পরিবেশন করবেন বাংলা খেয়াল।
আয়োজকরা জানান, ৩০ বছর আগে যে তরুণ ‘তোমাকে চাই’ গান শনে উদ্বেলিত হয়েছিলেন, ধারণা করা হয়েছিল তারাই হয়তো আয়োজনটি দেখতে আগ্রহী হবেন। কিন্তু টিকিট যারা কিনেছেন তাদের অধিকাংশই তরুণ।
সংবাদ সম্মেলনে কবীর সুমনের একটি ভিডিও বার্তা দেখানো হয়। ভিডিওটি ফেসবুকেও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিও বার্তায় সুমন ঢাকায় তাকে অনুষ্ঠান করার অনুমতি দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
যারা আয়োজনে আসতে পারছেন না বা দেশের বাইরে আছেন, তাদের জন্য অনলাইন লাইভের ব্যবস্থা রেখেছেন আইয়োজকরা। অর্থের বিনিময়ে যেকোনো যায়গায় বসে অনলাইনে তিনদিনের অনুষ্ঠান দেখতে পারবেন দর্শক-শ্রোতারা।
কবীর সুমন তার ভিডিও বার্তায় জানান, ভালো ক্যামেরা ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে লাইভটি করা হবে। যারা আসতে পারছেন না, তারা অনলাইন লাইভ দেখতে পারবেন।
অর্থের বিনিময়ে অনুষ্ঠান লাইভ দেখতে চাইলে লিংকে যেতে হবে: https://fb.me/e/1Y4qGSF73 ওপরে ডানদিকে নীল রঙের ‘Get Access’ বাটনে ক্লিক করে মূল্যটি কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে। যারা পে করেছেন, তারা অনুষ্ঠানের দিন পেজে গিয়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।