বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘চুমকি’কে দেখে নেটিজেন বললেন ‘উফ আগুন’

  •    
  • ১১ অক্টোবর, ২০২২ ১৬:১৫

ক্যাপশনের সঙ্গে অভিনেত্রী শেয়ার করেছেন একটি ছবি। লাল শাড়ি পরা ছবিটি আবেদন ছড়াচ্ছে নেট দুনিয়ায়। তাইতো নেটিজেনদের একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘উফ আগুন’, আরেকজন লিখেছেন, ‘ক্রাশ’।

অভিনয়শিল্পী এক অনন্য পেশা। এক জীবনে তারা নানারূপে আসতে পারেন দর্শকদের সামনে। বিভিন্ন চরিত্রের আবার হরেক রকম সাজ, লুক। সব মিলিয়ে চ্যালেঞ্জিং জীবন তাদের।

এইতো কিছুদিন আগে অপারেশন সুন্দরবন সিনেমার মাধ্যমে অভিনেত্রী নুসরাত ফারিয়া হাজির হয়েছেন বাঘ গবেষক হিসেবে। এখনও সেই চরিত্র নিয়ে বড় পর্দায় আছেন তিনি।

এর মধ্যেই জানালেন, এবার তিনি আসছেন চুমকি হয়ে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘চুমকি আসছে শিগগিরই (চুমকি ইজ হেয়ার, কামিং সুন)’।

ক্যাপশনের সঙ্গে অভিনেত্রী শেয়ার করেছেন একটি ছবি। লাল শাড়ি পরা ছবিটি আবেদন ছড়াচ্ছে নেট দুনিয়ায়। তাইতো নেটিজেনদের একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘উফ আগুন’, আরেকজন লিখেছেন, ‘ক্রাশ’।

চুমকি আসলে কে? কিসের চরিত্রে এটি? জানতে চাইলে নিউজবাংলাকে তিনি বলেন, ‘এটি নগদের বিজ্ঞাপনের ছবি।’

মঙ্গলবার নুসরাত ফারিয়া অংশ নিয়েছেন বিজ্ঞাপনের শুটিংয়ে। দৃশ্যধারণ দুই দিন হবে বলে জানিয়েছেন তিনি। এতেই তাকে দেখা যাবে চুমকি চরিত্রে।

এ বিভাগের আরো খবর