বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিয়ের পর ক্যাটরিনার প্রথম ট্রেইলার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ অক্টোবর, ২০২২ ১৯:১৮

বিয়ের পর এটাই হবে ক্যাটরিনার প্রথম সিনেমা মুক্তি। বিয়ের পর তিনি আরও করেছেন টাইগার থ্রি এর শুটিং, করেছেন ফোন ভূত সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজও।

আচমকাই অলৌকিক ক্ষমতা পেয়ে যায় ইশান খাট্টার ও সিদ্ধান্ত চতুর্বেদি। ভূত দেখতে পায় তারা। হঠাৎ পাওয় এ ক্ষমতা কীভাবে কাজে লাগাবে তারা।

এসব চিন্তুা-দুঃশ্চিন্তা, জল্পনা-কল্পনার মাঝেই তাদের বাড়িতে হাজির ক্যাটরিনা কাইফ। সেও ভূত। তবে সুন্দরী এ ভূতের পাল্লায় পরে পুরোপুরি পাল্টে যায় ইশান-সিদ্ধান্তের জীবন।

ভূত ক্যাটরিনা তাদের প্রস্তাব দেয় ভূত ধরার ব্যবসা চালু করার। শুরও করে দুজনে। হরর-কমেডি ঘরানার ফোন ভূত সিনেমার কাহিনি অনেক এরকমই। সোমবার প্রকাশ পাওয়া ট্রেলারে তেমনটাই দেখা গেল।

বিয়ের পর এটাই হবে ক্যাটরিনার প্রথম সিনেমা মুক্তি। বিয়ের পর তিনি আরও করেছেন টাইগার থ্রি এর শুটিং, করেছেন ফোন ভূত সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজও।

ভারতীং সংবাদমাধ্যম জানিয়েছে, হলিউড সিনেমা ঘোস্ট বাস্টার এর ছায়া রয়েছে এ সিনেমায়। এটি পরিচালনা করেছেন গুরমিত সিং।

প্রায় তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারে আরও দেখা যায়, ভূতদের ধরে মোক্ষলাভে সাহায্য করছে ইশান-সিদ্ধান্তরা। সিনেমার ভিলেন জ্যাকি শ্রফ। ভূত ধরার ব্যবসায় নামা তিনজনকে উচিত শিক্ষা দেয়ার শপথ নেন তিনি। অন্যদিকে ইশান আর সিদ্ধান্তই পারবে জ্যাকিকে বিনাশ করতে। হাস্য রসের মাধ্যমে ভূত ধরার নানা ঘটনা নিয়ে এগিয়ে যাবে সিনেমার গল্প।

রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার প্রযোজিত সিনেমাটি মুক্তি পাবে ৪ নভেম্বর।

এ বিভাগের আরো খবর