বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাহরুখের সঙ্গে ভিকির ছবিটির গল্প বললেন তার বাবা

  •    
  • ৮ অক্টোবর, ২০২২ ১৯:১৪

শ্যাম কৌশল যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেটি ২০০১ সালে শাহরুখ খান অভিনীত ‘অশোকা’ সিনেমার শুটিংয়ের সময়কার। বাবার সঙ্গে সেই সিনেমার সেটে গিয়েছিলেন কিশোর ভিকি ও সানি। শুটিংয়ের ফাঁকে শাহরুখের সঙ্গে ছবি তোলেন তারা।

শাহরুখ খানের সঙ্গে ভিকি কৌশল ও তার ভাই সানি কৌশলের ছোটবেলার একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি পোস্ট করেছেন তাদের বাবা শ্যাম কৌশল।

ছবির সঙ্গে ছোট্ট একটি নোট লিখেছেন শ্যাম কৌশল। যেখানে বলিউডের এক যোগসূত্র টেনেছেন তিনি।

শ্যাম কৌশল যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেটি ২০০১ সালে শাহরুখ খান অভিনীত অশোকা সিনেমার শুটিংয়ের সময়কার। বাবার সঙ্গে সেই সিনেমার সেটে গিয়েছিলেন কিশোর ভিকি ও সানি। শুটিংয়ের ফাঁকে শাহরুখের সঙ্গে ছবি তোলেন তারা।

কিন্তু এখানেই শেষ নয়। এই ছবিতে আছেন বলিউডের আরেকজন বড় স্টার। তিনি পরিচালক বিষ্ণু বর্ধন। তখন অশোকা সিনেমার সহকারী পরিচালক ছিলেন তিনি। পরবর্তীতে তিনিই হয়ে উঠেছেন বলিউডের নামজাদা পরিচালক।

ছবিটি নিয়ে সেই গল্পই বলেছেন শ্যাম কৌশল। লিখেছেন, ‘এই ছবিটি ২০০১ সালে ফিল্ম সিটিতে অশোকার শুটিং চলাকালীন তোলা। বিষ্ণু বর্ধন সহপরিচালক ছিলেন এবং ভিকি অষ্টম শ্রেণিতে পড়ছিল। কেউ কখনও কল্পনাও করেনি যে একদিন ভিকি সিনেমা যোগ দেবে এবং ২০২২ সালে তারা দুজনেই শেরশাহ এবং সরদার উধম-এর জন্য সেরা পরিচালক এবং সেরা অভিনেতার পুরস্কার জিতবেন।’

এরপর বিষ্ণু বর্ধন ও ভিকিকে মেনশন করে তিনি লিখেছেন, ‘ভাগ্য এবং ঈশ্বরের আশীর্বাদ।’

View this post on Instagram

A post shared by Sham Kaushal (@shamkaushal09)

চলতি বছর জুনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা)-এর ২২ তম আসরে সরদার উধম সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে ভিকি এবং শেরশাহ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পান বিষ্ণু বর্ধন।

ভিকির বাবার পোস্ট করা ছবিটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সেই পোস্টেও মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা।

এ বিভাগের আরো খবর