শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণত প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি বেশি থাকে। কিন্তু এ দুই দিনে হৃদিতা সিনেমা প্রেক্ষাগৃহে টানতে পারেনি দর্শকদের।
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরী। পূর্বে তার অভিনীত কিছু সিনেমা ভালো চলায় তিনি পেয়েছেন তারকাখ্যাতি। তবে সেই খ্যাতি কাজে লাগছে না হৃদিতা সিনেমার ক্ষেত্রে।
সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী হৃদিতা চলেছে দেশের ২১টি প্রেক্ষাগৃহে। মধ্যে স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার সিনেমা হল কর্তৃপক্ষ নিউজবাংলাকে নিশ্চিত করেছে, হৃদিতা সিনেমায় দর্শক উপস্থিতি ‘আশানুরূপ না’।
রাজধানীর সিঙ্গেল স্ক্রিনগুলোতেও একই অবস্থা। শ্যামলি সিনেমা এবং মধুমিতা কর্তৃপক্ষ নিউজবাংলাকে বলছে, হৃদিতা চলছে ‘মোটামুটি’।
নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে রয়েছে মিনি থিয়েটার সিনেস্কোপ ও রুটস সিনেক্লাব। যার প্রথমটির আসন সংখ্যা ৩৬টি ও পরেরটির আসন ২২টি।
নিউজবাংলাকে থিয়েটার দুটির কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদিতা সিনেমায় তাদের অল্প আসনই পূর্ণ হচ্ছে না।
সিনেমায় পূজা ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। সিনেমাটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে। এটি নির্মাণ করেছেন দ্বৈত পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি।