বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কবে, কখন, কোথায়, কত টাকায় দেখা যাবে সুমনের কনসার্ট

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ অক্টোবর, ২০২২ ১৮:১২

অনুষ্ঠান হবে ১৫, ১৮ ও ২১ অক্টোবর। এ তিনদিনের আয়োজনের প্রত্যেকদিনের তিনটি ক্যাটাগরির টিকিট রাখা হয়েছে। তিনদিনই আয়োজনটি হবে জাতীয় জাদুঘর মিলনায়তনে। সিটিং পজিশন আর ভিউয়িং অ্যাঙ্গেলের ওপর ভিত্তি করে ঠিক করা হয়েছে টিকিটের মূল্য।

৩০ বছর আগের কথা। ‘তোমাকে চাই’ নামের গানের অ্যালবামের মাধ্যমে বাংলা গানের জগতে এক নতুন ধারার সূচনা করেছিলেন কবীর সুমন।

বাংলা সংগীতের এমন ইতিহাসকে উদযাপন করতে বাংলাদেশে আয়োজন করা হয়েছে কবীর সুমনের গানের কনসার্ট। আয়োজনের শিরোনাম ‘তোমাকে চাই এর ৩০ বছর উদযাপন’। এটি নিবেদন করছে বেঙ্গল ক্ল্যাসিক টি।

অনুষ্ঠানের সময়সূচি, স্থান এবং টিকিটের দাম জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে আয়োজক প্রতিষ্ঠান পিপহোল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুক্র বা শনিবারে আয়োজনের টিকিট পৌঁছে যাবে নির্ধারিত আউটলেটে। আউটলেটগুলোর নাম আর কোথায় কোথায় পাওয়া যাবে সেটারও আলাদা ঘোষণা আসবে শিগগিরই।

অনুষ্ঠান হবে ১৫, ১৮ ও ২১ অক্টোবর। এ তিনদিনের আয়োজনের প্রত্যেকদিনের তিনটি ক্যাটাগরির টিকিট রাখা হয়েছে। তিনদিনই আয়োজনটি হবে জাতীয় জাদুঘর মিলনায়তনে। সিটিং পজিশন আর ভিউয়িং অ্যাঙ্গেলের ওপর ভিত্তি করে ঠিক করা হয়েছে টিকিটের মূল্য।

১৫ অক্টোবর, শনিবার, দুপুর ২টা, সুমনের বাংলা গানের টিকিটের মূল ১১০০, ১৬০০ ও ২১০০ টাকা

১৮ অক্টোবর, মঙ্গলবার, দুপুর ৩টা, সুমনের বাংলা খেয়াল আয়োজনের টিকিটের মূল ৭০০, ১১০০ ও ১৪০০ টাকা।

২১ অক্টোবর, শুক্রবার, বিকেল ৪টা ৩০ মিনিটে, সুমনের বাংলা গান অনুষ্ঠানের টিকিটের মূল্য ১২০০, ১৭০০ ও ২২০০ টাকা।

এক সঙ্গে ৩টা দিনের বান্ডল টিকিট কেনার সুযোগও কয়েছে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এক সঙ্গে বান্ডল টিকিট কিনলে আলাদাভাবে কেনার চেয়ে টিকিটের দাম কম পড়বে।

অনলাইন স্ট্রিমিংয়েও দেখা যাবে এ আয়োজন। তবে সেখানেও কিনতে হবে টিকিট। তার দাম জানাবে প্রতিষ্ঠানটি।

এ বিভাগের আরো খবর