বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫০টিরও বেশি স্ক্রিপ্ট ফিরিয়ে ‘তিউয়ারি’ সিরিজে ফিরছেন উর্মিলা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ অক্টোবর, ২০২২ ১৮:১৩

সৌরভ জানান, উর্মিলা গত ৫-৭ বছরে ৫০টিরও বেশি সিনেমা ও সিরিজের প্রস্তাব ফিরিয়েছেন তাই অভিনেত্রীর মুখে সিরিজটির জন্য ‘হ্যাঁ’ শুনে চমকে গিয়েছিলেন পরিচালক।

বলিউডে ফিরছেন রঙিলা খ্যাত অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। তিউয়ারি সিরিজ দিয়ে অভিনয়ে ফিরতে প্রস্তুত তিনি। শুধু অভিনয় নয়, এ সিরিজ দিয়ে ওভার দ্য টপে (ওটিটি) অভিষেক হচ্ছে উর্মিলার। সিরিজটি পরিচালনা করছেন সৌরভ ভার্মা।

সৌরভের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ সিরিজে উর্মিলাকে অনেক অ্যাকশন করতে দেখা যাবে। এ জন্য আলাদা করে প্রশিক্ষণ নেবেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজের একটি পোস্টার, যেখানে মারমুখী ভঙ্গিতে দেখা গেছে

পরিচালক বলেন, ‘তিনি (উর্মিলা) আমাকে বলেছিলেন যে, তিনি গত কয়েক বছরে অনেক অফার ফিরিয়েছেন। আমরা ভোপালের আসল লোকেশনে শুটিং করব।’

সৌরভ জানান, উর্মিলা গত ৫-৭ বছরে ৫০টিরও বেশি সিনেমা ও সিরিজের প্রস্তাব ফিরিয়েছেন তাই অভিনেত্রীর মুখে সিরিজটির জন্য ‘হ্যাঁ’ শুনে চমকে গিয়েছিলেন পরিচালক।

তিউয়ারি সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করছেন উর্মিলা। পরিাচালক সৌরভের ভাষায়, ‘আমি চাই স্ত্রী এবং মায়েরা সিরিজটি দেখুক, এতে একটি খারপ শব্দও নেই।’

এ বিভাগের আরো খবর