বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদেশি কাস্টিং ইউনিটের সঙ্গে কথা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন না পূজা

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১৮:২৫

তাহলে তথ্যটি ঠিক, কিন্তু আপনি এ নিয়ে কথা বলতে পারবেন না, বিষয়টা কি এমন? পূজা এবারও উত্তরে বললেন, ‘এটা নিয়ে আমি কিছু বলতে পারব না।’

‘বাংলা চলচ্চিত্র’ নামের ফেসবুক গ্রুপে ১৫ সেপ্টেম্বর দেয়া একটি পোস্ট নজরে আসে নিউজবাংলার। যেখানে এক নেটিজেন অভিনেত্রী পূজা চেরীর কিছু তথ্য শেয়ার করেছেন।

সেই পোস্টে লেখা, ‘বিশ্বস্ত সূত্রের খবর বলছে আগামী দিনে বলিউডি সিনেমায় আয়ুষ্মানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যেতে পারে বাংলাদেশের মেধাবী অভিনেত্রী পূজা চেরীকে। পরিচালনা করবেন রোহি খ্যাত নির্মাতা হারদিক মেহতা। এরই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে পূজা তার ওয়েবফিল্ম এর শুটিং করতে দেশের বাইরে থাকাকালীন মিটিং এ বসেছিলেন সিনেমাটির কাস্টিং ইউনিটের সঙ্গে।’

পোস্টটিতে আরও লেখা, ‘জানা যায়, সিনেমাটির জন্য নিজের ওজন কমানো শুরু করেছেন অভিনেত্রী পূজা চেরী। পাশাপাশি দেশীয় সিনেমার থেকে কিছু মাসের জন্য ছুটি নিয়ে পূজার পরেই মুম্বাই উড়াল দেবেন পূজা।’

২৬ সেপ্টেম্বর পূজা অভিনীত মুক্তি প্রতীক্ষিত হৃদিতা সিনেমার গান প্রকাশের অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন পূজা চেরী।

উপরের লেখাটি পূজা চেরীকে দেখিয়ে তার কাছে জানতে চাওয়া হয়, তথ্যটি কি ঠিক নাকি ভুল? পোস্টটির কিছু অংশ পড়ে পূজা নিউজবাংলাকে বলেন, ‘এটা নিয়ে আমি কিছু বলতে পারব না।’

তথ্যটি কি ভুল? প্রশ্নের উত্তরে পূজা বলেন, ‘এটা নিয়ে আমি কিছু বলতে পারব না।’

তাহলে তথ্যটি ঠিক, কিন্তু আপনি এ নিয়ে কথা বলতে পারবেন না, বিষয়টা কি এমন? পূজা এবারও উত্তরে বললেন, ‘এটা নিয়ে আমি কিছু বলতে পারব না।’

এ থেকে ধারণা করা হচ্ছে পূজা যখন চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে একটি কনটেন্টের শুটিংয়ে ছিলেন, তখন কাস্টিং ইউনিটের সঙ্গে কথা হয়েছে তার। তবে কোন প্রোজেক্ট, কার প্রজেক্ট বা কোথাকার প্রজেক্ট তা নিয়ে এখনও কিছুই নিশ্চিত হওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর