বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি অপেক্ষায় ছিলাম কবে জড়িয়ে ধরব তাদের: ভাবনা

  •    
  • ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৪০

সেই সাক্ষাতের বেশ কিছু ছবি নিজের ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভাবনা। শিরোপাজয়ী এই নারী ফুটবলাদের সঙ্গে সাক্ষাৎ করে আপ্লুত অভিনেত্রী। বলেছেন, আমি অপেক্ষায় ছিলাম কবে জড়িয়ে ধরব তাদের।

গত ১৯ সেপ্টেম্বর সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা আন্তর্জাতিক স্টেডিয়ামে দাপুটে এই জয়ের ২১ সেপ্টেম্বর দুপুরে দেশে ফেরে বাংলাদেশ দল।

এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে তাদের নেয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সেদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত হন চ্যাম্পিয়নরা।

শিরোপা জয়ের পর ফুটবলাররা পুরো দেশের মানুষের অভিনন্দনে ভাসছেন। সাধারণ থেকে তারকা সবাই রাস্তায় নেমে, সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন; এখনও জানাচ্ছেন।

তেমনই একজন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মঙ্গলবার ফেডারেশনে গিয়ে বিজয়ী এই দলের সঙ্গে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।

নারীদের এই অগ্রযাত্রা উদযাপনের সেই কেকটিতে লেখা বার্তাও ছিল নজর কাড়া। কেকটির ওপরে লেখা, ‘দাবায়া রাখতে পাবরা না।’

নারী ফুটবল দলের সঙ্গে এই কেটটি কেটেছেন ভাবনা। ছবি: সংগৃহীত

সেই সাক্ষাতের বেশ কিছু ছবি নিজের ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভাবনা। শিরোপাজয়ী এই নারী ফুটবলাদের সঙ্গে সাক্ষাৎ করে আপ্লুত অভিনেত্রী। বলেছেন, আমি অপেক্ষায় ছিলাম কবে জড়িয়ে ধরব তাদের।

নারী ফুটবল দলের সঙ্গে কেট কাটছেন ভাবনা। ছবি: সংগৃহীত

সেই পোস্টে ভাবনা লিখেন, ‘আমাদের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন। এ শুধু একটি টুর্নামেন্টে বিজয় নয়, নারীর প্রতি অবমাননা, নারীকে হেয় করার প্রবণতা, পুরুষতান্ত্রিক নৃশংসতা—এর সবকিছুরই জবাব বাংলাদেশ নারী ফুটবল দলের এই বিজয়। কত বড় বড় বাধার প্রাচীর দুমড়েমুচড়ে নারী খেলোয়াড়দের এগিয়ে যেতে হয়, সেটা সবাই জানে।’

নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে অভিনেত্রী ভাবনা। ছবি: সংগৃহীত

‘ক্রীড়াঙ্গনে পা ফেলতে হলে নারীদের কত দিকের, কত প্রতিবন্ধকতা পার হতে হয়, সে ব্যাপারও কারও অজানা নয়। রক্ষণশীল, পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক মানসিকতা ভাবনাজগৎকে গ্রাস করতে থাকলে মুক্তি মেলে না। আমরা এখনও সেই মানসিকতার বিরুদ্ধে জয়ী হতে পারিনি। এ রকম পরিস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েরা দেশের জন্য বয়ে এনেছেন বিশাল সম্মান।’

আপ্লুত ভাবনা আরও লেখেন, ‘আমি অপেক্ষায় ছিলাম কবে জরিয়ে ধরবো তাদের, বলবে চিৎকার করে একসঙ্গে দাবায় রাখতে পারবা না।’

এ বিভাগের আরো খবর