রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে শুক্রবার দুপুরের শো তে সাড়া মেলেনি দর্শকদের। বিউটি সার্কাস ও অপারেশন সুন্দরবন সিনেমা দেখতে আসা দর্শকের সংখ্যা ছিল হাতে গোনা।
সাপ্তাহিক ছুটির দিন বলেই দুপুরের শো তে দর্শকের ভিড় নেই বলে নিউজবাংলাকে জানিয়েছেন ব্লকবাস্টার সিনেমাসের কাউন্টারের টিকেট বিক্রেতা।
দুপুর ৩ টা ২০ মিনিটে কাউন্টারে লোক ছিল ২ জন। দুটি বুথে চলছিল টিকিট বিক্রি। একজন টিকিট বিক্রেতা নিউজবাংলাকে বলেন, বিউটি সার্কাস ও অপারেশন সুন্দরবন সিনেমার দর্শক অ্যাভারেজ। কোন সিনেমার দর্শক বেশি তা এখনই বোঝা যাবে না।’
তবে ৩ টা ৪০ এর দিকে কাউন্টার লাইনে কিছু দর্শকের ভিড় দেখা যায়।
বিউটি সার্কাস সিনেমার প্রধান অভিনেত্রী জয়া আহসান ব্লকবাস্টার সিসেমাসে আসেন বিকেল ৪টার দিকে। দর্শকদের সঙ্গে কথা বলতেই প্রেক্ষাগৃহে আসেন তিনি। দর্শকদের সঙ্গে বসে কিছুক্ষণ সিনেমা দেখেন। বিরতিতে দর্শকদের সঙ্গে দেখা করার কথা থাকলেও, জয়া, নির্মাতা মাহমুদ দিদারসহ অন্যান্যরা বিরতির আগেই প্রেক্ষাগৃহ থেকে চলে যান। এসময় প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যাও ছিল কম।
কলাকুশলীদের সঙ্গে হল থেকে বেরিয়ে যাচ্ছেন জয়া আহসান। ছবি: নিউজবাংলা
এদিকে সকালে জয়া ও বিউটি সার্কাস টিম ছিল বসুন্ধরা সিনেপ্লেক্সে। সেখানে বিরতির সময় সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করে জয়া বলেন, ‘হলগুলোতে যথেষ্ট ভিড় আছে। আমি নিজেও টিকিট কাটতে পারছিলাম না। জুমার দিন সকালে হল এ রকমভাবে কানায় কানায় পূর্ণ হবে, এটা আমি বুঝতে পারিনি।
‘সেই আগ্রহ দেখে খুবই ভালো লাগছে, ভালো লাগছে দর্শকদের পার্টিসিপ্যাশন (অংশগ্রহণ) দেখে। বিশেষ করে খেলার জায়গাগুলো যখন আসছে। সার্কাস যেমন র (আদি), ওই রকম র ফর্মেই শুট করা। আমার সেটা খুব ভালো লাগছে; এনজয় করছি।’