বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘অপারেশন সুন্দরবন’-এর বিশেষ প্রদর্শনী

  •    
  • ২০ সেপ্টেম্বর, ২০২২ ২১:১২

সিনেমাটির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘২০১৮ সালে শুরু করেছিলাম। করোনার কারণে দেরি হয়েছে। আমরা কী করতে পেরেছি সেটা সিনেমাই বলবে।’

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত সিনেমা অপারেশন সুন্দরবন মুক্তি পেতে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো সিনেমাটির বিশেষ প্রদর্শনী।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা। এতে উপস্থিত ছিলেন র‍্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ প্রধান বেনজীর আহমেদ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং সিনেমার পরিচালক ও কলাকুশলীরা।

প্রথমেই র‍্যাব মহাপরিচালক বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে অপারেশন সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। তারই দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে র‍্যাবের অভিযান ও আত্মত্যাগের কথা জানতে পারবে। আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

এরপর মঞ্চে আসেন সিনেমার পরিচালক দীপংকর দীপন ও কলাকুশলীরা।

দীপংকর দীপন বলেন, ‘২০১৮ সালে শুরু করেছিলাম। করোনার কারণে দেরি হয়েছে। আমরা কী করতে পেরেছি সেটা সিনেমাই বলবে। আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে করেছি, পরেরটা আসলে দর্শকদের হাতে। দর্শকদের অনুরোধ- সিনেমাটি ভালো লাগলে অন্যদের সিনেমাটি দেখতে বলুন। এটা বড় পর্দার সিনেমা, ছোট পর্দায় দেখে মজা পাওয়া যাবে না।’

সব অভিনয়শিল্পীর পক্ষে অভিনেতা রিয়াজ বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষা করছি সবাই মিলে সিনেমাটি দেখার জন্য। বেশি কিছু বলব না, তাদের স্যালুট জানাতে চাই, যারা জেগে থাকেন বলে আমরা ঘুমাতে পারি।’

অপারেশন সুন্দরবন সিনেমার পোস্টার

পুলিশ প্রধান বেনজীর আহমেদ বলেন, ‘করোনা না হলে সিনেমাটি আরও আগে মুক্তি পেত। সিনেমাটি আলোচনায় যেন থাকে সেজন্য র‍্যাব অনেক কাজ করেছে। র‍্যাবের দুঃসাহসিকতার পাশাপাশি সুন্দরবনের অপূর্ব মাধুর্য্য রয়েছে সেটিও দেশবাসী দেখতে পারবে আশা করি।

‘মাননীয় প্রধানমন্ত্রীকে যখন অনুরোধ করি যে, সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোঘণা করেন, তখন অনেকে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর ঘোষণার পরও যদি দস্যু বের হয় তাহলে কেমন হবে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে, তিনি আমাদের প্রতি আস্থা রেখেছিলেন।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের দৃষ্টি আকর্ষণ করে পুলিশ প্রধান বেনজীর আহমেদ বলেন, ‘গ্রামসহ বিভিন্ন জায়গায় ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরছে। আরও বিভিন্ন উপায়ে মাছ ধরছে, যেটা আমাদের মৎস সম্পদের জন্য হুমকি। আপনারা নিশ্চয়ই এর ব্যবস্থা নেবেন।’

উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে সুন্দরবনের রানী ডাকেন। দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ বেঁচে আছে সুন্দরবনের জন্য। একে টিকিয়ে না রাখলে হবে না, আমরা বাঁচব না।’

দ্বিতীয় পর্বে রাত ৮টার দিকে শুরু হয় অপারেশন সুন্দরবন সিনেমার প্রিমিয়ার শো।

এ বিভাগের আরো খবর