বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমার আহত হওয়ার খবরটি সঠিক নয়: ইমরান হাশমি

  •    
  • ২০ সেপ্টেম্বর, ২০২২ ১৮:২৯

টুইটে ইমরান লেখেন, ‘কাশ্মীরের মানুষের কাছে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছি। শ্রীনগর এবং পহলগাওঁয়ে শুটিং করতে পেরে অত্যন্ত আনন্দিত আমি। পাথরের আঘাতে আমার আহত হওয়ার যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়।’

বলিউড অভিনেতা ইমরান হাশমি কাশ্মীরে সিনেমার শুটিং করতে গিয়ে স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে তিনি আহত হয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমে। তবে খবর সঠিক নয় বলে এক টুইট বার্তায় নিজেই জানিয়েছেন অভিনেতা।

কাশ্মীরের জনগণের উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনার প্রশংসাও করে মঙ্গলবার এক টুইটে ইমরান লেখেন, ‘কাশ্মীরের মানুষের কাছে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছি। শ্রীনগর এবং পহলগাওঁয়ে শুটিং করতে পেরে অত্যন্ত আনন্দিত আমি। পাথরের আঘাতে আমার আহত হওয়ার যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়।’

The people of Kashmir have been very warm and welcoming, it has been an absolute joy shooting in Srinagar and Pahalgam. The news of me being injured in a stone pelting incident is inaccurate .

— Emraan Hashmi (@emraanhashmi) September 20, 2022

সপ্তাহ তিনেক আগে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ইমরান লিখেছিলেন, ‘প্রথমবার স্বর্গের শহর শ্রীনগরে! জিরো লাইট ক্যামেরা অ্যাকশনের কাউন্টডাউন।’

এদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের জানিয়েছে, এই মুহূর্তে গ্রাউন্ড জিরো সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ইমরান। এতে তার সঙ্গে অভিনয় করছেন সাই তামহানকর ও জোয়া হুসাইন।

এ ছাড়াও সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার থ্রির শুটিং শেষ করেছেন তিনি। আগামী বছর ঈদে পাবে এটি।

এর পাশাপাশি অক্ষয় কুমারের সঙ্গে সেলফি নামে এক সিনেমায় অভিনয় করছেন ইমরান। মালয়ালাম সিনেমা ড্রাইভিং লাইসেন্স-এর রিমেক সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এ বিভাগের আরো খবর