বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন প্রেক্ষাপট, নতুন লুকে ফিরছেন রাজ-মিম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ সেপ্টেম্বর, ২০২২ ১৮:৪০

সিনেমাটির নাম দামাল। এ সিনেমাটিও পরিচালনা করেছেন রায়হান রাফি। স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অভিনয়শিল্পী শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম এর রসায়ন এরইমধ্যে দেখা হয়েছে দেশের মানুষের। এ দুজন অভিনয়শিল্পী পরাণ সিনেমায় কাজ করেছেন একসঙ্গে।

রায়াহার রাফি পরিচালিত সিনেমাটিতে রাজকে পাওয়া গেছে মাস্তান রূপে। আর মিম ছিলেন মফস্বলের সাধারণ মেয়ের লুকে।

এ জুটি আবারও ফিরছে বড় পর্দায়। তবে এবার তাদের অভিনীত চরিত্রদুটির প্রেক্ষাপট ভিন্ন। তাই লুকেও আছে কিছুটা পরিবর্তন। মিমকে সাধারণ সাজ-পোশাকে দেখা গেলেও রাজকে পাওয়া গেছে বড় চুল ও গোঁফে।

সিনেমাটির নাম দামাল। এ সিনেমাটিও পরিচালনা করেছেন রায়হান রাফি। স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রোববার মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে। যেখানে রাজ ও পরীকে বিয়ের সাজে দেখা যাচ্ছে। মনে হচ্ছে তারা নতুন বিয়ে করেছেন।

ছবিটি দিয়ে মিম তার ক্যাপশনে লিখেছেন, ‘পরাণ এর পর নতুন রূপে রোমান আর অনন্যা আসছে। দামাল এর প্রথম গান আসছে শিগগিরই।’

রাসেল মাহমুদের কথায় আরাফাত মহসিনের সুরে গানটি গেয়েছেন শিল্পী মমতাজ বেগম। গানটি কবে প্রকাশ পাবে তা নিশ্চিত করে বলেননি মিম।

এ বিভাগের আরো খবর