অভিনেত্রী অপু বিশ্বাস প্রযোজিত ও সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা সাইমন।
সোমবার এ চুক্তি হয় বলে নিউজবাংলাকে জানিয়েছেন সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাস।
তিনি জানান, সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে এরই মধ্যে সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, ডন ও শহীদুজ্জামান সেলিম চুক্তিবদ্ধ হয়েছেন।
নির্মাতা বন্ধন বিশ্বাস নিউজবাংলাকে বলেন, ‘সিনেমার শুটিং শুরু হবে নভেম্বরের প্রথম দিকে। মূলত গল্পই এ সিনেমার প্রধান শক্তি।’
সিনেমার নাম লাল শাড়ি কেন জানতে চাইলে পরিচালক বলেন, ‘শাড়ি তো বাঙালির আবেগের বিষয়। নারীর কাছে শাড়ির তাৎপর্য আরও বেশি। শুধু আবেগ না, শাড়ির সঙ্গে ঐতিহ্যের বিষয়ও জড়িত। এমন নানা কিছুই আমরা সিনেমায় দেখানোর চেষ্টা করব।’
সিনেমায় অপু বিশ্বাস অভিনয়ও করবেন। শিগগিরই বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন বন্ধন বিশ্বাস।