বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লড়াইটা হবে ‘নিঃশ্বাস’ নিয়ে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ সেপ্টেম্বর, ২০২২ ২০:৫১

ধ্বংসস্তুপের মাঝে একজন ঘুরে দাঁড়ায়, প্রতিরোধের দূর্গ গড়ে। কিন্তু সে কি যুদ্ধজয়ের নায়ক হবে? নাকি হারিয়ে যাবে এই ধ্বংসলীলায়?

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ১৫সেপ্টেম্বর রাত ৮টায় মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম নিঃশ্বাস। ওয়েব সিনেমাটির ১ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেইলার প্রকাশ হয়েছে, যেখানে শাসরুদ্ধকর একটি আবহ উঠে এসেছে।

ট্রেইলারে তাসনিয়া ফারিণকে দেখা যায় হাসপাতালে তার বাচ্চাকে খুঁজছে! হাসপাতালে কয়েকটি পরিবার ও কয়েকজন মানুষের বেঁচে থাকার লড়াই দেখা যায়। এই লড়াই আরও কঠিন হয়ে পড়ে যখন মুখোশধারী কিছু উগ্রবাদী ছক কষে এক বিধ্বংসী হামলার।

ধ্বংসস্তুপের মাঝে একজন ঘুরে দাঁড়ায়, প্রতিরোধের দূর্গ গড়ে। কিন্তু সে কি যুদ্ধজয়ের নায়ক হবে? নাকি হারিয়ে যাবে এই ধ্বংসলীলায়? বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তাসনিয়া ফারিণ, ইমতিয়াজ বর্ষণ, সাফা কবির, সৈয়দ জামান শাওন, রাশেদ মামুন অপু, সোলাইমান খোকা, দিলারা জামান, নীল হুরেজাহান, অশোক ব্যাপারী, হামিদুর রহমান, কামরুজ্জামান তাপু, ফরহাদ লিমন, ফারজানা ছবি, আনোয়ার হোসেন, পূর্ণিমা বৃষ্টি, মাসুম রেজওয়ান, রুশো শেখ, জন আর্মস্ট্রং অভিনয় করেছে সিনেমায়।

বিজ্ঞপ্তিতে ফারিণ বলেন, ‘শুধু চরকির জন্য না আমার ক্যারিয়ারেও এরকম কাজ আমার করা হয়নি। কাজটা করার জন্য আমাকে নতুন অনেক কিছু করতে হয়েছে। ফাইট ট্রেনিং, অস্ত্র প্রশিক্ষণসহ শারীরিকভাবে অনেক কিছু শিখতে হয়েছে। সেই সঙ্গে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই চরিত্রের দর্শনটা বিশ্বাস করা। আর প্রথমবার আমি এমন একটা চরিত্র করেছি যেখানে বাস্তব আমার সাথে বিন্দুমাত্র মিল নেই।

‘নিঃশ্বাস এর গল্প খুব সাহসী। বেশির ভাগ শট ওয়ান টেক শট। এ জন্য একটা সিন করার আগে অনেকবার করে রিহাসসেল করা হয়েছে। অনেক ভালো প্রি-প্রোডাকশনের কারণে কাজ করাটা সহজ হয়েছে। লাইট, সেট ডিজাইন, ক্যামেরার কাজ, সব মিলিয়ে খুব দুর্দান্ত টিম ওয়ার্ক।’

ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘নি:শ্বাস চরকির জন্য আমার প্রথম কাজ। রাফির কাজের স্পিরিট এবং স্পিড দুটোই আমার জন্য নতুন অভিজ্ঞতা। আমি এনজয় করেছি। সিনেমার গল্পটা খুব ইন্টারেস্টিং।’

পরিচালক রায়হান রাফী বলেন, ‘চরকি আমার জন্য একটা সিনেমা হল। যারা হলে যেতে পারেন না তারা দেশ-বিদেশ থেকে চরকি দেখেন। নিঃশ্বাস এখন পর্যন্ত আমার করা সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ। আমার সব ছবি থেকে এই ছবির মেকিং, স্টাইল, জনরা সব কিছুই আলাদা।’

এ বিভাগের আরো খবর