বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি শেষ হওয়ার দিকে নেই: শামীম আহমেদ রনী

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২২ ১৭:১০

‘আমি নিজেও মনে করি, বাইরে সব সময় কাজ করা দরকার। যেখানে আমি ছিলাম, তখন আমি একসঙ্গে এত কাজ নিয়ে ফেলেছিলাম যে আমার টাইম লেগেছে। আমি এই নভেম্বর থেকেই কাজ শুরু করছি। সেটা শাপলা মিডিয়ার বাইরে এবং ওটিটির জন্য প্রথম কাজ করতে যাচ্ছি আমি।’

শামীম আহমেদ রনী পরিচালিত সিনেমা লাইভ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। শুক্রবার থেকে দেশের ২৬টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

শামীম আহমেদ রনী যখন চলচ্চিত্র নির্মাণ শুরু করেন, তখন ছিলেন আওয়াজে, ছিলেন আলোচনায়। শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করে দর্শকদের কাছে হয়ে উঠছিলেন সম্ভাবনাময় একজন নির্মাতা।

পরে অবশ্য তাকে আর শুরুর মতো পাওয়া যায়নি। সিনেমা নির্মাণ করেছেন, কিন্তু সেগুলো নিয়ে পাওয়া যায়নি দর্শকদের আগ্রহ। কয়েকটি বড় বাজেট ও ক্যানভাসের সিনেমার কাজ শেষ করা নিয়ে হয়েছে জল ঘোলা।

যার মধ্যে দর্শকরা সম্ভাবনা দেখতেন, তিনি হঠাৎ করে কিছুটা নিশ্চুপ হয়ে গেলেন কেন? তিনি কি কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আটকে গেছেন? এমন নানা প্রশ্ন রয়েছে দর্শকদের মাঝে।

সেসব বিষয় নিয়ে নিউজবাংলা কথা বলেছে শামীম আহমেদ রনীর সঙ্গে।

লাইভ সিনেমা চলছে। দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে নতুন কোনো বিষয় কি পেলেন?

দর্শক লাইভ সিনেমাটি পছন্দ করছে। তারা পজিটিভ রিয়্যাকশন দিচ্ছে। আমাকে ও অভিনয়শিল্পীদের সাধুবাদ জানাচ্ছে।

তবে হ্যাঁ, আমরা যদি আরেকটু প্রচার করতে পারতাম, তাহলে আরও অনেক দর্শকের কাছে সিনেমাটি পৌঁছানো যেত।

আপনাকে দর্শক ও সিনেমাসংশ্লিষ্টরা সম্ভাবনাময় নির্মাতা হিসেবে জানেন ও মানতে চান। চলচ্চিত্র নির্মাতা হিসেবে আপনার আত্মপ্রকাশের সময় এবং বর্তমান সময়ের মধ্যে অনেকেই পার্থক্য খুঁজে পাচ্ছেন এবং এর কারণ হিসেবে আপনার একটি প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে কাজ করাটাকে দায়ী করেন অনেকে। আপনি কী বলবেন?

ধারণাগুলো প্রোপার না। হ্যাঁ, আমি যখন স্টার্ট করেছি, তখন বিগ ক্যানভাস এবং সেটা সব সময় আওয়াজে ছিল, সেটা ঠিক।

আপনি যেটা মিন করলেন, শাপলা মিডিয়ার সঙ্গে আমি যুক্ত হওয়ার পর বিগ ক্যানভাসে কয়েকটি প্রোডাকশন করেছি। পাশাপাশি আমি ছোট বাজেটেরও কিছু সিনেমা করেছি। সেগুলো ছিল আমার নিজের জন্য, মানে নিরীক্ষা করার জন্য।

আমার কাছে মনে হয়, এই সময়টা আমার ট্রানজিশন পিরিয়ড। আমি যখন শুরু করেছি এবং এই সময়ের মধ্যে বিশ্ব চলচ্চিত্রের ট্রেন্ড পরিবর্তন হয়ে গেছে। ওই ট্রেন্ডের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যা করা দরকার তা আমি করেছি। আমার মনে হয় আমি প্রিপেয়ার্ড। এখন আমি স্টার্ট করতে পারব।

সিনেমার সংলাপ, নির্মাণ ও গল্প ভাবনায় দর্শকরা শামীম আহমেদ রনীকে আরও বুদ্ধিমান হিসেবে পর্দায় দেখতে চান।

আমি যদি লাইভ সিনেমার কথা বলি, আমি কিন্তু অনেক পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। কোয়ালিটি কমে গেছে বা পড়ে গেছে, এমন কথা শুনছি না এই কাজে। অনেকে বলছে যে এখন পর্যন্ত নাকি এটা আমার বেস্ট কাজ।

যদি সেটা হয়, তাহলে অবশ্যই আমি ডিক্লাইনিংয়ের দিকে নেই। তবে এটা ঠিক যে প্রচার পাচ্ছে না অনেক কাজ। টেকনিক্যাল কিছু ঝামেলা আছে।

দীর্ঘদিন আপনি একটি প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। ধারণা করা হয়, যদি আপনি অন্যদের সঙ্গে কাজ করতেন, তাহলে আপনার কাছ থেকে আরও বেস্ট কাজ পাওয়া যেত। আপনার কী ধারণা?

আমি নিজেও মনে করি, বাইরে সব সময় কাজ করা দরকার। যেখানে আমি ছিলাম, তখন আমি একসঙ্গে এত কাজ নিয়ে ফেলেছিলাম যে আমার টাইম লেগেছে।

আমি এই নভেম্বর থেকেই কাজ শুরু করছি। সেটা শাপলা মিডিয়ার বাইরে এবং ওটিটির জন্য প্রথম কাজ করতে যাচ্ছি আমি।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। পরিচালক হিসেবে তার নাম রয়েছে কয়েকটি সিনেমায়। অনেকের ধারণা, সেই কাজগুলো শামীম আহমেদ রনী নির্মাণ করে দিয়েছেন কিন্তু নাম ব্যবহার করা হয়েছে সেলিম খানের। এ নিয়ে কিছু বলবেন?

এই ধারণার কোনো ভিত্তি নেই। দুটি সিনেমারই স্ক্রিপ্ট আমার এবং সার্বিক তত্ত্বাবধানে আমি ছিলাম। আমার গাইডলাইনের মধ্যে নির্মিত হয়েছে আবার সেলিম ভাইও করেছে।

শিগগিরই আপনি নতুন কারও সঙ্গে কাজ করতে যাচ্ছেন। কিন্তু তখনও কি শাপলা মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে থাকবেন? নাকি একদম ফ্রি হয়ে যাবেন?

এটা তো আসলে ডিপেন্ড করে। কিন্তু আমি এখন সবার সঙ্গেই কাজ করতে চাচ্ছি। সেই টাইমটা চলে আসছে।

আপনার নিজের কোনো পরিকল্পনা থাকে কি না যে, বছরে এই কয়টা কাজ আপনি করতে চান।

আমি চেষ্টা করছি। আমরা একটা টিমের মতো হওয়ার চেষ্টা করছি। আগামী বছর চারটা প্রোডাকশন করার পরিকল্পনা আছে। কিন্তু চারটা কাজই খুব ঠিকঠাক কাজ।

অক্টোবরে আমি ঘোষণা দেব নভেম্বরের প্রজেক্টটা নিয়ে, তখন দর্শকরা একদম পরিষ্কার হয়ে যাবেন। আমি এটা বলতে পারি, এই প্রজেক্টগুলো যখন আসবে, সেগুলো মানসম্মত কাজ হবে এবং বিগ ক্যানভাসেরও হবে।

শাপলা মিডিয়ার সঙ্গে আপনার কোনো চুক্তিভিত্তিক বিষয় আছে কি?

না। ওই সময়ে অনেক কিছু ব্যাটে-বলে মিলে গেছে তাই আমি একের পর এক কাজ করে গেছি। চাইলেই আমি অন্যদের সঙ্গে কাজ করতে পারতাম, কিন্তু ওই সময়টা আমি পাইনি।

এ বিভাগের আরো খবর