বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংশোধনী নেই, সরাসরি আপিল করতে হবে ‘বর্ডার’কে

  •    
  • ৬ সেপ্টেম্বর, ২০২২ ১৮:৩৭

সৈকত বলেন, ‘আমিরা চিঠিটা নিয়ে কিছু বলতে চাই না। আমি আমার মতো করে সিনেমাটি সংশোধন করে আগামী মাসের ১ তারিখের পরে আবার জমা দেব সেন্সর বোর্ডে।’

কোনো সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পেতে চাইলে সেই সিনেমার প্রযোজককে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিতে হয়।

সেন্সর বোর্ড সিনেমাটি দেখে সব ঠিক আছে মনে করলে কোনো কর্তন, সংযোজন-বিয়োজন ছাড়াই সেন্সর সার্টিফিকেট ইস্যু করে।

অথবা, কোনো শব্দ, দৃশ্য, সংলাপে সমস্যা মনে করলে কর্তন বা সংযোজন-বিয়োজন করতে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে প্রযোজক বরাবর চিঠি ইস্যু করে।

তবে সৈকত নাসির পরিচালিত সিনেমা বর্ডার এর ক্ষেত্রে কোনো সংশোধনী দেয়নি সেন্সর বোর্ড। চিঠিতে জানানো হয়েছে ‘সিনেমাটি প্রদর্শনের যোগ্য নহে’। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের উপ-পরিচালক মোমিনুল হক।

তিনি বলেন, ‘সেন্সর বোর্ড কোনো সংশোধনী দেয় নাই। সরাসরি আপিল করতে হবে বর্ডার সিনেমার প্রযোজককে। চিঠি ইস্যুর দিন থেকে পরের ৩০ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন।’

কি কারণে সিনেমাটি প্রদর্শন যোগ্য নয় জানতে চাইলে মোমিনুল হক বলেন, ‘সেগুলো আমরা চিঠিতে জানিয়েছি। চিঠিটি বর্ডার সিনেমা সংশ্লিষ্টদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। পরিচালক-প্রযোজকের কাছ থেকেও জেনে নিতে পারেন।’

পরিচালক সৈকত নাসিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিউজবাংলাকে চিঠিতে উল্লেখ করা কোনো কারণগুলো বলেননি।

সৈকত বলেন, ‘আমিরা চিঠিটা নিয়ে কিছু বলতে চাই না। আমি আমার মতো করে সিনেমাটি সংশোধন করে আগামী মাসের ১ তারিখের পরে আবার জমা দেব সেন্সর বোর্ডে।’

সীমান্তবর্তী এলাকার কিছু মানুষের জীবনচক্র নিয়ে নির্মিত হয়েছে সিনেমা বর্ডার। সিনেমাটি ৯ সেপ্টেম্বর মুক্তির কথা ছিল। এর কাহিনিকার আসাদ জামান।

সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সাঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অসেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।

এ বিভাগের আরো খবর