বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লীসা প্রযোজিত, নায়লা পরিচালিত নাটক আসছে মঞ্চে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৪৯

এতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সোহেল রানা, শরিফ সিরাজ, সাইদুর রহমান লিপন, মামদুদুর রহমান মুক্ত, মিতালী দাশ, সাদমান সাঈদ, শিপ্রা দাশ ও শিশির রহমান।

মঞ্চে আসছে লীসা গাজী অনূদিত ও প্রযোজিত এবং নায়লা আজাদ নূপুর পরিচালিত নাটক নীল ছায়া। বেন মাসগ্ৰেভের লেখা থেকে অনুবাদ করে নাটকটি মঞ্চে আনছে কমলা কালেক্টিভ এবং সহযোগী হিসেবে রয়েছে ব্রিটিশ কাউন্সিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মহিলা সমিতির মঞ্চে ৮ ও ১০ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, ৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে নাটকটি।

টিকিটের মূল্য ৩০০, ২০০ ও ১০০ টাকা। শোয়ের দিন বিকেল ৫টা থেকে ভেন্যুতে টিকিট পাওয়া যাবে। অগ্রিম টিকিটও যাওয়া যাবে ০১৭১৭-০০৯৬৫৩ (বিকাশ) যোগাযোগ করে।

বিজ্ঞপ্তিতে গল্প সংক্ষেপে বলা হয়েছে, ব্রিটিশরাজের আমলে নীলের জন্য বিশ্বের অতৃপ্ত চাহিদা মেটাতে বাংলার গ্রামাঞ্চলের বিস্তীর্ণ অংশ নীল চাষের জন্য বরাদ্দ করা হয়েছিল। ব্রিটিশ নীলকরদের সৃষ্ট প্রায় দাসসম পরিবেশেই শুধুমাত্র এই নীল চাষ করা সম্ভবপর ছিল। নীলকরদের চালানো নৃশংসতা একটি অসাধারণ বিপ্লবের সূত্রপাত ঘটিয়েছিল যা বাংলাকে চিরতরে বদলে দেয়।

নীল ছায়া দীনবন্ধু মিত্রের প্রথাভাঙা নাটক নীল দর্পণ থেকে প্রাণিত, যার গল্প ঔপনিবেশিক ভারতকে তীব্রভাবে নাড়া দিয়েছিল। নীল ছায়া ব্রিটিশ ইতিহাসের একটি বিস্মৃত মুহূর্ত আর বাংলার ইতিহাসের এমন একটি মুহূর্ত যা কখনও বিস্মৃত হবে না, এই দুই সময়কে পুনর্বিবেচনা করে। ব্রিটিশ এবং বাংলাদেশের শিল্পীদের মধ্যে চলমান কথোপকথনের নির্যাসে নাটকটি তৈরি হয়েছে।

এতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সোহেল রানা, শরিফ সিরাজ, সাইদুর রহমান লিপন, মামদুদুর রহমান মুক্ত, মিতালী দাশ, সাদমান সাঈদ, শিপ্রা দাশ ও শিশির রহমান।

নাটকের সহযোগী প্রযোজক তানিয়া রহমান, শিল্প পরিকল্পক মোহসিনা আক্তার, আলোক পরিকল্পক নাসিরুল হক খোকন, সংগীত শিশির রহমান ও সোহিনী আলম, প্রচারমূলক আর্টওয়ার্ক ক্যাটলিন আবোট।

নীল ছায়া নাটকে সহযোগী হিসেবে আরও আছে জিসিআরএফ কিউআর রেসপন্স স্কিম, ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া, দা চার্লস ওয়ালেস বাংলাদেশ ট্রাস্ট, লিভিং ব্লু।

নাটকটির আয়োজক প্রতিষ্ঠান কমলা কালেক্টিভ মূলত একটি আর্ট কোম্পানি। এটি প্রতিষ্ঠা করেছেন চারজন নারী থিয়েটারকর্মী এবং চলচ্চিত্র নির্মাতা। নারীর দৃষ্টিকোণ থেকে গল্প বলাই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠিত বয়ান।

প্রতিষ্ঠানটির কাজ নারীদের অবস্থান, ভূমিকা এবং সমাজে তাদের অবদানের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি অনুসন্ধান করার জন্য ইতিহাসকে পুনর্বিবেচনা করে। প্ল্যাটফর্মটির কাজের উদ্দেশ সামাজিক নিষেধাজ্ঞার দিকে চোখ তোলা এবং আলাপের সূত্রপাত ঘটানো।

কমলা কালেক্টিভ লীসা গাজী নির্মিত বাড়ির নাম শাহানা কাহিনিচিত্রটির সহ-প্রযোজক হিসেবে কাজ করছে। চলচ্চিত্রটি ৯০ দশকের বাংলাদেশের একজন তালাকপ্রাপ্ত নারীর গল্প। যে কিনা সামাজিক কলঙ্ক এবং পারিবারিক সম্মানের বোঝাকে অস্বীকার করে নিজের মতো করে বাঁচার স্বপ্ন দেখে।

এ বিভাগের আরো খবর