বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক মঞ্চে গাইবে নগরবাউল, অর্থহীন, আর্টসেল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ সেপ্টেম্বর, ২০২২ ১৪:১১

ব্যান্ড মিউজক ভক্তদের জন্য জমকালো এ আয়োজন হতে যাচ্ছে ১৬ সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর ৪ নম্বর হলে।

দেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউলের সঙ্গে এক মঞ্চে পাওয়া যাবে অর্থহীন, আর্টসেলকে। সঙ্গে আরও আছে পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেইনরেক, স্যাভেজারি, প্লাজমিক নক, অনকোর, আরেকটা রক ব্যান্ড।

ব্যান্ড মিউজক ভক্তদের জন্য জমকালো এ আয়োজন হতে যাচ্ছে ১৬ সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর ৪ নম্বর হলে।

ওরাইমো প্রেজেন্টস হেডব্যঙ্গার্স প্যারাডাইজ ২ পাওয়ার্ড বাই ফুডপ্যান্ডা কনসার্টটির সঙ্গে যুক্ত আছে সিক্স বেইজ কমিউনিকেশন, অ্যাসোসিয়েট পার্টনার ভ্যান্টেজ ইম্পোর্টস, অন্যান্য পার্টনার বিবিএমএফসি, গেট সেট রক, কোডিক্সেল, হেভি মেটাল টি-শার্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ইভেন্টে আয়োজকরা দর্শকদের জন্য দুই ধরণের টিকিটের ব্যবস্থা রেখেছে। রেগুলার টিকিটের মূল্য ৫৫০ এবং ভিআইপি টিকিটের মূল্য ১২৫০ টাকা। ভিআইপি টিকিটের ক্রেতাদের জন্য টিকিটের পাশাপাশি থাকছে বিভিন্ন স্যুভেনিউর।

হেডব্যঙ্গার্স প্যারাডাইজ সিজন ২ এর টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইটে।

এ বিভাগের আরো খবর