‘বাংলায়ন সভা’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে রোববার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা। আলোচানার বিষয় ছিল ‘বাংলা ভাষা ও সাহিত্যের বিশ্বায়নে অন্তরায় এবং উত্তরণের পথ’।
আলোচানয় মূল বক্তা ছিলেন প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক হাকিম আরিফ।
মূল বক্তা আবুল কাসেম ফজলুল হক তার বক্তব্যে বলেন, ‘বাংলা ভাষার উন্নয়ন ও বিশ্বয়নে বাংলা উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার জন্য সরকারকে আহ্বান জানাই। বাংলা ভাষাকে কেন্দ্র করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় এখন অন্যভাষাকে ধার করে চলতে হচ্ছে যা দুঃখজনক।’
ভাষা বিস্তার প্রসঙ্গে লিয়াকত আলী লাকী বলেন, ‘আলিয়ঁস ফ্রঁসেজ, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ব্রিটিশ কাউন্সিলের মতো আমাদেরও বাংলা ভাষার বিশ্বয়ানের জন্য প্রতিষ্ঠান প্রয়োজন’।
হাকিম আরিফ বলেন, ‘বাংলা ভাষাকে অর্থনৈতিক ভাষায় রুপান্তর করতে হবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘বাংলায়ন সভা’র মুখপাত্র শামস সাঈদ। সঞ্চালনা করেছেন কবি সৌম্য সালেক ও চামেলী বসু।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করেন কবি শান্তা মারিয়া, আদিত্য নজরুল, সাকিরা পারভীন, আশরাফ জুয়েল, সেঁজুতি বড়ুয়া, স্নিগ্ধা বাউল, বিধান সাহা, আজিম হিয়া, মামুন অপু।
‘বাংলায়ন সভা’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে ‘বাংলায়ন বার্ষিকী’। এখানে সূচিবদ্ধ হয়েছে ভাষা ও সাহিত্য বিষয়ক নানামাত্রিক প্রবন্ধ-নিবন্ধ।
বাংলা ভাষাকেন্দ্রিক প্রবন্ধগুলোয় ভাষার উৎস-ইতিহাস-বিবর্তন, ভাষা-পরিকল্পনা, ভাষার প্রায়োগিক সমস্যা ও উত্তরণের সম্ভাব্য উপায় নির্দেশিত হয়েছে।
ভাষা আন্দোলন এবং একুশের চেতনাকে ধারণ করে শিল্প-সংস্কৃতির এই সংগঠন যাত্রা শুরু করে ২০২১ সালের ৪ সেপ্টেম্বর। সংগঠনটির মুখপাত্র কথাশিল্পী শামস সাইদ, সম্পাদক কবি ফারুক সুমন ও সমন্বয়কের দায়িত্বে রয়েছেন গাজী মুনছুর আজিজ। সংগঠনটি ‘বাংলা বিশ্বময়’ স্লোগান ধারণ করে বাংলা ভাষা ও সাহিত্যের সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে।