বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংগীত ও চলচ্চিত্রাঙ্গনে শোক

  •    
  • ৪ সেপ্টেম্বর, ২০২২ ১৩:১০

শাকিব খান লেখেন, ‘বাংলা গানে এক অনন্য-অসাধারণ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আর নেই। পরম শ্রদ্ধেয় এই মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করছি। বর্ণিল কর্মময় জীবনে গাজী আঙ্কেল গানের বাইরে বিকশিত হয়েছেন চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও। শিল্প-সংস্কৃতির প্রায় প্রতিটি সেক্টরে তিনি রেখেছেন বিস্ময়কর সব সাফল্য।’

কিংবদন্তি সংগীতজ্ঞ, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের সংগীত ও চলচ্চিত্রাঙ্গনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুণী এই ব্যক্তিত্বকে নিয়ে শোক-শ্রদ্ধা প্রকাশ করেছেন চিত্রনায়ক শাকিব খান, অনন্ত জলিল, ওমর সানী, নিরব, চিত্রনায়িকা অঞ্জনা, সংগীতশিল্পী কনকচাঁপা, বাপ্পা মজুমদার, সিঁথি সাহাসহ অনেকে।

গাজী মাজহারুল আনোয়ারের একটি ছবি পোস্ট করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান লেখেন, ‘বাংলা গানে এক অনন্য-অসাধারণ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরম শ্রদ্ধেয় এই মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

‘বর্ণিল কর্মময় জীবনে গাজী আঙ্কেল গানের বাইরে বিকশিত হয়েছেন চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও। শিল্প-সংস্কৃতির প্রায় প্রতিটি সেক্টরে তিনি রেখেছেন বিস্ময়কর সব সাফল্য।’

তিনি আরও লেখেন, ‘মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ; বৈচিত্র্যময় সব অনুভূতি প্রকাশে এ দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আজীবন ভীষণ প্রিয় হয়ে থাকবে গাজী মাজহারুল আনোয়ারের অমর সব সৃষ্টি।’

অনন্ত জলিল লেখেন, ‘পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অনেক কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

ওমর সানী লেখেন, ‘আমার বাবা আর শ্বশুর ইন্তেকালের পর আমি একজনকে বাবা বলে ডাকতাম, শ্বশুর বলে ডাকতাম, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় নক্ষত্র, একজন বাংলাদেশ, গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করেছেন।’

নিরব লেখেন, ‘দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ গাজী চাচার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’

অঞ্জনা লেখেন, ‘ঘুম থেকে উঠেই শুনি গাজী মাজহারুল আনোয়ার ভাই নেই। আমাদের সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন। এত কষ্ট লাগছে কোনোভাবেই মনকে বোঝাতে পারছি না, চোখের পানি আটকাতে পারছি না। কত স্মৃতি, কত স্নেহ এই মহান মানুষটির কাছ থেকে পেয়েছি, তা মুখে বলে এবং লিখে প্রকাশ করা সম্ভব নয়। এই মহান মানুষটির সম্পর্কে কোথা থেকে শুরু করব তা আমি জানি না।

‘গাজী মাজহারুল আনোয়ার ভাই পরিচালিত প্রথম বাম্পারহিট নান্টু ঘটক চলচ্চিত্রে তিনি আমাকে প্রধান নায়িকা হিসেবে সিলেক্ট করেন। ছবিটি আকাশ ছোঁয়া ব্যবসা সফলতা পায় এবং এর আগে গাজী ভাইয়ের প্রযোজনায় নির্মিত আরও দুটি বিখ্যাত চলচ্চিত্র জিঞ্জির ও আনারকলি ছবিতে গাজী ভাই আমাকে নায়িকা হিসেবে সিলেক্ট করেন। এরপর গাজী ভাই পরিচালিত আরেকটি বিখ্যাত চলচ্চিত্র বাম্পারহিট বিচারপতি চলচ্চিত্রেও তিনি আমাকে নায়িকা হিসেবে কাস্ট করেন।’

তিনি আরও লেখেন, ‘এই মহান মানুষটির প্রযোজনায় নির্মিত ৪টি চলচ্চিত্রে তিনি আমাকে নিয়েছিলেন। পারিবারিকভাবে একটা সুসম্পর্ক ছিল আমাদের সব সময়। আমার বাংলা চলচ্চিত্রে পদার্পণের সেই সূচনালগ্ন থেকে গাজী ভাইয়ের অনেক স্নেহ পেয়েছি। তিনি ছিলেন বাংলার অহংকার বাংলা চলচ্চিত্র এবং সংস্কৃতিতে গাজী মাজহারুল আনোয়ার একটি সর্বশ্রেষ্ঠ অমর নাম। তিনি ছিলেন সংস্কৃতির একটি ইনস্টিটিউট। তিনি প্রায় ২০ হাজার গান লিখেছেন বাংলাদেশের আর কোনো গীতিকবি এত গান লিখতে পারেননি। পরিচালক প্রযোজক হিসেবে তিনি ছিলেন অদ্বিতীয়। দেশ চিত্রকথা মানেই সাকসেসফুল চলচ্চিত্র।

‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি হে গুণী আপনি বেঁচে থাকবেন আপনার অমর কাজের মাধ্যমে বাঙালির হৃদয়ে অনন্তকাল ধরে দীপ্তমান সূর্যের ন্যায়।’

কনকচাঁপা লেখেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, সাংস্কৃতিক জগতের মহীরুহ গাজী মাজহারুল আনোয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আত্মার মাগফিরাত কামনা করি।’

বাপ্পা মজুমদার লেখেন, ‘বিনম্র শ্রদ্ধার সঙ্গে কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের আত্মার শান্তি কামনা করছি!’

সিঁথি সাহা লেখেন, ‘মানতে পারছি না। স্যারের সঙ্গে ২ সপ্তাহ আগে দেখা হলো, স্যার গান তুলে দিলেন আমাকে নতুন একটা। দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন। স্যারের আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর উনার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।’

রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়ার পথে মারা যান গাজী মাজহারুল আনোয়ার।

গাজী মাজহারুল আনোয়ারের বয়স হয়েছিল ৭৯ বছর। তার জন্ম ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি।

তিনি ২০০২ সালে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক এবং ২০২১ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

তিনি পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০ হাজারের বেশি গানের রচয়িতা তিনি।

সংবাদমাধ্যম বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান। বিবিসির সেই গান তিনটি হলো ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’ ও ‘একবার যেতে দে না’।

১৯৬৪ সাল থেকে রেডিওতে গান লেখা শুরু তার, পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই সেখানে গান লিখেছেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য।

১৯৮২ সালে মুক্তি পায় গাজী মাজহারুল আনোয়ারের পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১।

এ বিভাগের আরো খবর