সুন্দরবন জলদস্যুমুক্ত করার জন্য র্যাবের যে দীর্ঘদিনের অভিযান, সেই অভিযান নিয়ে নির্মিত হয়েছে সিনেমা অপারেশন সুন্দরবন। গত ২৯ জুলাই প্রকাশ হয়েছে ট্রেইলার।
এবার প্রকাশ পেল ‘এ মন ভিজে যায়’ শিরোনামে সিনেমাটির প্রথম গান। শনিবার রাত ৮ টার ‘অপারেশন সুন্দরবন অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটি।
গোধূলি শর্মার কথা ও অম্লান চক্রবর্তীর পরিচালনায় গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।
গানটি প্রকাশ উপলক্ষে অপারেশন সুন্দরবনের ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত হয়েছিলেন সিনেমাটির পরিচালক দীপংকর দীপনসহ চিত্রনায়ক রিয়াজ, সিয়াম,রোশান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, কলকাতার দর্শনা বণিক ও সামিনা বাশার।
দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার অপারেশন সুন্দরবন আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে।