হিন্দি সিনেমার অন্যতম প্রাচীন ও বিখ্যাত পুরস্কারের নাম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো এর ৬৭তম আসর।
এবার সেরার শিরোপা উঠল রণবীর সিংহ ও কৃতি শ্যাননের মাথায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এইটি থ্রি সিনেমায় কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের চরিত্রে অভিনয়ের জন্য রণবীরের ঝুলিতে এলো সেরা অভিনেতার সম্মান।
অন্যদিকে মিমি সিনেমায় সারোগেট মাদারের চরিত্রে নজরকাড়া অভিনয়ে জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কৃতি।
এছাড়াও বিভিন্ন ক্যাটেগরিতে দেয়া হয়েছে সেরার পুরস্কার-
সর্দার উধম সিনেমার জন্য সেরা অভিনেতা (ক্রিটিকস চয়েস) ভিকি কৌশল।
শেরনি সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিদ্যা বালান (ক্রিটিকস চয়েস)।
সেরা সিনেমা- শেরশাহ
সেরা পরিচালক-বিষ্ণুবর্ধন (শেরশাহ সিনেমার জন্য)
সেরা সিনেমা (ক্রিটিকস চয়েস)- সর্দার উধম
সেরা সহ অভিনেতা - মিমি সিনেমার জন্য পঙ্কজ ত্রিপাঠি
সেরা সহ অভিনেত্রী - মিমি সিনেমার জন্য সাই তামহাকর
এছাড়াও ডেবিউ অভিনেতা-অভিনেত্রী, মিউজিক, সেরা গল্প, সেরা সংলাপ, সেরা গায়ক-গায়িকাসহ নানা ক্যাটাগরিতে দেয়া হয়েছে এই পুরস্কার।