বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পাতাল লোক’-এ চঞ্চল, ‘ডিজনি+হটস্টার’র খবর কি ভুয়া!

  •    
  • ২৯ আগস্ট, ২০২২ ২১:৫৮

সোমবার বিকেলে চঞ্চল চৌধুরীকে হুজেফার অ্যাকাউন্ট দেখিয়ে জানতে চাওয়া হয়, তিনি আসলেই ডিজনি+হটস্টারের চিফ অপারেটিং অফিসার কি না। চঞ্চলকে আরও জানানো হয় হুজেফার ফেসবুক অ্যাকাউন্টটি এখন আর পাওয়া যাচ্ছে না।

তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বৃহস্পতি এখন তুঙ্গে। এবার জানা গেল ভারতের তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজ পাতাল লোক, যার প্রথম সিজন মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইমে, সেই সিরিজের দ্বিতীয় সিজনে খল চরিত্রে ভাবা হচ্ছে চঞ্চল চৌধুরীকে।

এ তথ্য চঞ্চল নিজেই নিশ্চিত করেছেন নিউজবাংলাকে। নিউজবাংলার সঙ্গে সোমবার বিকেলে আলাপকালে তিনি বলেন, ‘এটা একদমই প্রাথমিক পর্যায়ে। কি হবে কিছুই জানি না। কাস্টিং অ্যাজেন্সি আমাকে নিয়ে ভাবছে।’

তিনি আরও বলেন, ‘ইন্টারন্যাশনাল প্রজেক্টে যা হয়, যদি তারা আমাকে নিয়ে আরও ভাবতে চায়, তাহলে আমার স্ক্রিন টেস্ট হবে কয়েক দফা। আমি কোন ভাষায় কথা বলব, সেটা ভালো শোনাবে কি না, সেই ব্যাপার রয়েছে। স্ক্রিপ্ট পড়ে কেমন লাগবে সেটাও জানি না। তাই এটা নিয়ে বেশি কথাও বলার নাই।’

এদিকে ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার চঞ্চলকে নিয়ে কাজ করবে বলে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে ‘মুন্না ভাই এমবিবিএস ৩’ সিনেমায় কাজ করবেন চঞ্চল।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘মুন্না ভাই এমবিবিএস ৩-তে কাজ করব কি না জানি না। এ নামের কোনো সিনেমা হবে কিনা তাও জানি না। ডিজনি+হটস্টার বাংলাদেশে কাজ শুরু করতে চায়। তাদের প্রথম প্রজেক্ট করার কথা নির্মাতা রাজকুমার হিরানির। এখন সেখানে আমি কাজ করব কিনা সেটা নিয়েও কিছু জানি না।’

চঞ্চল রোববার তার ফেসবুক অ্যাকাউন্টে হুজেফা কাপাডিয়া নামের একজন নারীর পোস্ট শেয়ার করেন। ফেসবুকে হুজেফা নিজেকে ডিজনি+হটস্টারের চিফ অপারেশন অফিসার বলে দাবি করেন।

তিনি তার ফেসবুক পোস্টে চঞ্চলকে উদ্দেশ করে লেখেন, "আপনার (চঞ্চল চৌধুরী) সঙ্গে শিগগিরই আমাদের কাস্টিং টেবিলে দেখা হবে এবং আমরা বড় কোনো পরিকল্পনা করব। নিকট ভবিষ্যতে আপনার সাফল্য কামনা করছি।"

হুজেফার এমন লেখার কারণে ধারণা করা হয় ডিজনি+হটস্টারের সঙ্গে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে চঞ্চলের এবং সেখানেই তিনি হিরানির পরিচালনায় কাজ করবেন।

সোমবার বিকেল থেকে হুজেফার সেই ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভ পাওয়া যাচ্ছে। এতে করে অ্যাকাউন্টটির অস্তিত্ব নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

চঞ্চল চৌধুরীকে হুজেফার অ্যাকাউন্ট দেখিয়ে জানতে চাওয়া হয়, তিনি আসলেই ডিজনি+হটস্টারের চিফ অপারেটিং অফিসার কি না।

চঞ্চল চৌধুরী মেসেঞ্জার চেক করে বিষয়টি নিশ্চিত হন। তিনি জানান, অ্যাকাউন্টটিতে ডি-অ্যাকটিভেট সাইন দেখাচ্ছে।

‘এই অ্যাকাউন্টটি ফেক বা ভুয়া কিনা সেটা আমি জানি না। তবে হুজেফা কাপাডিয়া নামের এ নারীই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন ডিজনি+হটস্টারের সঙ্গে কাজের ব্যাপারে।’

এ বিভাগের আরো খবর