বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চঞ্চলকে নিয়ে ‘বড়’ কিছু করতে যাচ্ছে ডিজনি+হটস্টার

  •    
  • ২৯ আগস্ট, ২০২২ ১৪:৪৭

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার চঞ্চল চৌধুরীকে নিয়ে বড় কিছু করতে চলেছে। এমনটাই জানা গেছে ডিজনি+হটস্টারের চিফ অপারেশন অফিসার হুজেফা কাপাডিয়ার ফেসবুক পোস্টে।

হইচইয়ে মুক্তি পাওয়া কারাগার ওয়েব সিরিজ নিয়ে যখন বাংলাদেশ ও কলকাতার দর্শকরা তুমুল আলোচনা করছে, তখন আরেকটি বড় খবরের ইঙ্গিত পাওয়া গেল।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার চঞ্চল চৌধুরীকে নিয়ে বড় কিছু করতে চলেছে। এমনটাই জানা গেছে ডিজনি+হটস্টারের চিফ অপারেশনস অফিসার হুজেফা কাপাডিয়ার ফেসবুক পোস্টে

হুজেফাকে ধন্যবাদ দিয়ে পোস্টটি রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। সেটি আবার দেখা যাচ্ছে হুজেফার অ্যাকাউন্টে।

লাল চিহ্নিত অংশটুকু ইঙ্গিত করে যে চঞ্চলকে নিয়ে কাজ করতে যাচ্ছে ডিজনি+হটস্টার। ছবি: হুজেফা কাপাডিয়ার ফেসবুক থেকে নেয়া

সেই পোস্টে হুজেফা চঞ্চল চৌধুরীর কারাগার ওয়েব সিরিজের অভিনয়ের প্রশংসা করেছেন এবং এও জানিয়েছেন যে দ্বিতীয় সিজনটির জন্য তিনি অপেক্ষা করছেন।

হুজেফার যে লেখাটির জন্য ধারণা করা হচ্ছে যে ডিজনি+হটস্টার চঞ্চলকে নিয়ে বড় কোনো কাজ করতে যাচ্ছেন, সেই লেখাটি হলো এমন, ‘আপনার (চঞ্চল চৌধুরী) সঙ্গে শিগগিরই আমাদের কাস্টিং টেবিলে দেখা হবে এবং আমরা বড় কোনো পরিকল্পনা করব। নিকট ভবিষ্যতে আপনার সাফল্য কামনা করছি।’

চঞ্চলকে নিয়ে ডিজনি+হটস্টারের পরিকল্পনা কেমন? প্রোজেক্টটি কেমন হতে যাচ্ছে? ডিজনি+হটস্টার বাংলাদেশে কাজ শুরু করবে কি না? এসব নিয়ে জানতে হুজেফা কাপাডিয়াকে মেসেঞ্জারে প্রশ্ন করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে কথা বলতে চঞ্চল চৌধুরীকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিভাগের আরো খবর