‘কোলকাতায় থেকেও বাঙালি হিসেবে অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্য আমরা গর্বিত। স্যালুট তার প্রতিভাকে।’ কলকাতার একজন দর্শক কারাগার ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর অভিনয় দেখে এভাবে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
রোববার কলকাতার নামকরা চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারাগার ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর অভিনয় দেখে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানেই উপরের মন্তব্যটি করেছেন দর্শক।
স্ট্যাটাসে সৃজিত লিখেছেন, ‘ভবিষ্যত প্রজন্মের শেখার জন্য অভিনয় ইনস্টিটিউটের কাছে তার চোখ বন্ধক রাখা উচিত।’ সৃজিতের এমন স্ট্যাটাসের মন্তব্যের ঘরে দর্শকরা চঞ্চল চৌধুরীকে নানাভাবে শুভেচ্ছা জানিয়েছেন।
কলকাতার আরেক দর্শক চঞ্চলকে উদ্দেশ করে লিখেছেন, “আমি আর আমার হাজবেন্ড আপনার নাটক প্রতিদিন দেখি। আপনার সব ইন্টারভিউ দেখি। হাওয়া দেখার প্রবল ইচ্ছা। কিন্তু কলকাতায় উপায় খুজে পাচ্ছি না। তাকদীর ভীষণ ভালো লেগেছে। বলিও ভীষণ ভালো। আপনার হাসির নাটকও খুব ইনজয় করি। সব চরিত্রেই আপনি অসাধারণ। ‘তেলবাবা’ খুব ভালো থাকুন।”
ওপরের মন্তব্যকারীকে উত্তর দিয়ে আরেক দর্শক লিখেছেন, ‘আমিও আপনার দলে, চঞ্চলবাবুর প্রচণ্ড ভক্ত।’
বাংলাদেশের এক দর্শক সৃজিতকে অনুরোধ করে লিখেছেন, ‘আপনি আমাদের চঞ্চল চৌধুরীকে নিয়ে একটা সিনেমা তৈরি করুন, আমাদের বিশ্বাস আপনার আর চঞ্চল দার রসায়নে অনেক ভালো কিছু উপহার পাবে দর্শকেরা।’
দুজন মন্তব্যকারী চঞ্চলকে হলিউডের ক্রিস্টিয়ান বেল ও বলিউডের মনোজ বাজপেয়ির সঙ্গে তুলনা করেছেন। অনেকেই চঞ্চল চৌধুরীকে উল্লেখ করেছেন বাংলাদেশের ‘অহংকার’ বলে।
স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে বাংলাদেশ ও কলকাতার আরও অনেক মানুষ করেছেন প্রশংসার মন্তব্য। সৃজিতের স্ট্যাটাসে চঞ্চল চৌধুরী নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।