বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথম দিনেই বাজিমাত করল ‘লাইগার’

  •    
  • ২৬ আগস্ট, ২০২২ ১৩:৫৩

সম্প্রতি মুক্তি পাওয়া আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয়ের ‘রক্সা বন্ধন’সহ বলিউড তারকাদের অনেক সিনেমায় যখন একদমই মুখ থুবড়ে পড়েছে, তখন ‘লাইগার’ মুক্তির দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে।

ব্যাপক প্রচারণার পর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেলেগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও বলিউড তারকা অন্যন্যা পান্ডে অভিনীত সিনেমা লাইগার।

এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হলো বিজয়ের। তাই সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের আগ্রহের মাত্রা একটু বেশিই।

সম্প্রতি মুক্তি পাওয়া আমির খানের লাল সিং চাড্ডা ও অক্ষয়ের রক্সা বন্ধনসহ বলিউড তারকাদের অনেক সিনেমায় যখন একদমই মুখ থুবড়ে পড়েছে, তখন লাইগার মুক্তির দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে।

মুক্তির দিনেই বিশ্বব্যাপী ২৪ কোটি ৫০ লাখ রুপির ব্যবসা করেছে সিনেমাটি। এর মধ্যে তেলেগু বেল্টে ১৫ কোটি রুপি আয় করেছে। আর হিন্দি সংস্করণটি ৫ কোটি রুপি আয় করেছে।

অন্ধ্রবক্সঅফিস ডটকমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

তবে বিজয়ের সিনেমাটির মুক্তির দিনের আয় নিয়ে আরও উচ্চাকাঙ্ক্ষা ছিল সমালোচকদের। কারণ ২০১৯ সালে মুক্তি পাওয়া তার ডিয়ার কমরেড সিনেমাটি প্রথম দিনেই ১৮ কোটি রুপি আয় করেছিল।

অন্ধ্রবক্সঅফিস ভবিষ্যদ্বাণী করেছিল লাইগার মুক্তির দিনে ৩৫ কোটি রুপি আয় করবে, তবে সেই তুলনায় কম হয়েছে।

অন্ধ্রবক্সঅফিস পরিচালক দীপক কোদেলা ইন্ডিয়ান এক্সপ্রেস বলেন, ‘লাইগার-এর সংগ্রহ ডিয়ার কমরেড-এর উদ্বোধনী দিনের দ্বিগুণ করা উচিত। সেই সিনেমা এবং লাইগার-এর মধ্যে অনেক পার্থক্য। বাজার বড় হয়ে উঠেছে এবং এখন আরও গতিশীল। আমি মনে করি ডিয়ার কমরেড বিশ্বব্যাপী সংগ্রহ ছিল প্রায় ১৮ কোটি টাকা এবং আমি মনে করেছিলাম লাইগার মুক্তির দিনে প্রায় ৩৫ কোটি রুপি আয় করবে।’

বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পান্ডে। ছবি: সংগৃহীত

বিজয়-অনন্যা ছাড়াও এতে রয়েছেন, রাম্যা কৃষ্ণান, রনিত রায়, বিষু রেড্ডি, আলি, মকরন্দ দেশপান্ডে এবং গেটআপ শ্রীনু। এছাড়াও একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের বক্সিং লেজেন্ড মাইক টাইসন।

করণ জোহর প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন তামিলের হিটমেকার নির্মাতা হিসেবে পরিচিত পুরী জগন্নাথ।

হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

এ বিভাগের আরো খবর