বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আশীর্বাদ সিনেমা নিয়ে দ্বন্দ্বের অবসান

  •    
  • ২৫ আগস্ট, ২০২২ ২৩:৩২

রোশান বলেন, 'জেনিফার আপুকে আমি বোন ডাকতাম এখনও ডাকি। পরিবারে ভাই-বোনের মধ্যে জগড়া হয়, আমাদেরও হয়েছে। বলার সময় হয়তো বাড়িয়ে বলেছেন, যেমন বাবার কাছে নালিশ করার সময় বেশি বলেন অনেকে।'

সরকারি অনুদানপ্রাপ্ত আশীর্বাদ সিনেমার প্রযোজক ও শিল্পী-পরিচালক দ্বন্দ্বের অবসান হলো। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এফডিসির শিল্পী সমিতির সামনে সবাই এসে দুঃখ প্রকাশ করেন।

আশীর্বাদ সিনেমার পরিচালক, কেন্দ্রীয় চরিত্রের শিল্পী ও প্রযোজকের সঙ্গে সমঝোতায় আসতে বৃহস্পতিবার বিকেল থেকে শিল্পী সমিতিতে শিল্পী, পরিচালক এবং প্রযোজক সমিতির সদস্যরা বসেন।

প্রযোজক জেনিফার ফেরদৌস সাংবাদিকদের বলেন, 'আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। নিজেদের মধ্যে যোগোযোগ না থাকায় এ সমস্যা হয়েছে।' মাহি, মানিক ও রোশানের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, 'প্রয়োজনে আমি মাহির বাসায় যাব, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলব। মাহির সংসার আছে।'

সৃষ্ট সমস্যায় তৈরীতে মাঝখানে একজন কলকাঠি নেড়েছেন বলে দাবি করেন জেনিফার। কে সেই মাঝখানের মানুষটি তা বলেননি কেউ।

শুক্রবার মুক্তি পাচ্ছে আশীর্বাদ সিনেমাটি। প্রযোজকের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে স্বীকার করলেও সিনেমাটি ভালো সময় মুক্তি পাচ্ছে না বলে মনে করেন মাহি।

আগের সব কথার জন্য দুঃখ প্রকাশ করেন মাহি।

রোশানের কণ্ঠে ছিল সমোজোতার সুর। তিনি বলেন, 'জেনিফার আপুকে আমি বোন ডাকতাম এখনও ডাকি। পরিবারে ভাই-বোনের মধ্যে জগড়া হয়, আমাদেরও হয়েছে। বলার সময় হয়তো বাড়িয়ে বলেছেন, যেমন বাবার কাছে নালিশ করার সময় বেশি বলে অনেকে।'

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক দর্শকদের আশীর্বাদ সিনেমাটি দেখার আহ্বান জানান। বলেন, 'আমি আগেও বলেছিলাম সিনেমার গল্প ভালো, এখনও বলছি, গল্পের কারণে সিনেমাটা দেখা দরকার।'

এ বিভাগের আরো খবর