বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে হাওয়া সিনেমার নাট্য পরিচালকের বিরুদ্ধে মামলা, একই অভিযোগে পরিচালক অনন্য ইমনের বিরুদ্ধে মামলা। হাওয়া সিনেমাটি বন্ধের জন্য আইনি নোটিশ এবং শনিবার বিকেল সিনেমার সেন্সর আপিল বোর্ডে আটকে থাকা নিয়ে প্রতিবাদ সম্মেলন করেছেন নির্মাতা, শিল্পী-কলাকুশলীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, তারিক আনাম খান, গাউসুল আলম শাওন, মোস্তফা সরয়ার ফারুকী, মেজবাউর রহমান সুমন, জয়া আহসান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা চৌধুরী, বিধান রিবেরু, তানিম নূর, গিয়াস উদ্দিন সেলিম, স্বকৃত নোমান, আদনান আল রাজিব, আফরান নিশোসহ তরুণ নির্মাতা ও কলাকুশলীরা।
আয়োজনে পাঁচটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো-
১. হাওয়া চলচ্চিত্রের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. শনিবার বিকেল চলচ্চিত্র কেন সেন্সর ছাড়পত্র পেল না তার সুস্পষ্ট ব্যাখ্যা চাই ।
৩. বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করতে হবে এবং প্রস্তাবিত চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষেত্রে সকল অংশীজনের সঙ্গে আলোচনা-সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভূক্তিমূলক চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়ন করতে হবে।
৪. প্রস্তাবিত ওটিটি নীতিমালার ক্ষেত্রে সকল অংশীজনের সঙ্গে আলোচনা-সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ওটিটি নীতিমালা প্রণয়ন করতে হবে।
৫. চলচ্চিত্র বা কনটেন্ট-বিষয়ক কোনো মামলা দায়ের করার আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যেমন: খসড়া ওটিটি নীতিমালায় প্ল্যাটফর্মগুলোতে আলাদা কমিশন বোর্ড তৈরির প্রস্তাব আছে, এ-জাতীয় কোনো কর্তৃপক্ষের) সঙ্গে আলোচনা করে নিতে হবে।
সম্মেলনে অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘কাঁটাতারের মধ্যে কথা বলছি, এ অভিজ্ঞতা প্রথম। আমরা এখন কোনোকিছু নির্মাণ করতে গেলে আগে ভাবি কী দেখানো যাবে, কী দেখানো যাবে না। আমি ক্ষুব্ধ ও শঙ্কিত। এটা দেখানো যাবে না, ওটা করা যাবে না, এভাবে কোনোদিন নতুন এগোবে না।’
নির্মাতা কামার আহমাদ সাইমন বলেন, ‘গান, কবিতা, বই বের করতে সেন্সর লাগে না। শুধু সিনেমা প্রকাশ করার জন্য সেন্সর লাগে। সেন্সর বোর্ডে তিন মাস শুনতে কি পাও সিনেমার পোস্টার আটকে রেখেছিল।’ সেন্সর বোর্ড ও আসতে যাওয়া সার্টিফিকেশনের সমালোচনা করেন তিনি।
নির্মাতা মোরশেদ ইসলাম বলেন, ‘আমি সেন্সর বোর্ডর মেম্বার ছিলাম ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত। সেখানে অদ্ভুত সব নিয়ম আছে। সার্টিফিকেশন আইন আরও জঘন্য। এর মুক্তি কোথায় জানি না। এটা ষড়যন্ত্রের অংশ। শনিবার বিকেল সিনেমাটি দেখেছি। হলি আর্টিজেনের সঙ্গে হয়তো দর্শকরা এর কিছু মিল পাবেন। কিন্তু এটায় যে পরিমিতিবোধ আছে, তাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না। সব সিনেমা মুক্তভাবে বানাতে চাই আমরা। কিন্তু ভাবতে হচ্ছে কতটুকু দেখাব, কতটুকু দেখাব না।’
শনিবার বিকেল নিয়ে ফারুকী বলেন, ‘জানি না, কেন সেন্সর পাচ্ছে না আমার সিনেমাটি। অপেক্ষা করছি সাড়ে তিন বছর। সরকারকে বলতে চাই শিল্প হলো হেডলাইটের মতো, এটা জ্বালানো থাকলে সরকার বুঝতে পারবে কোনদিকে যেতে হবে, তার সামনে কী। না হলে আঁধারে থাকতে হবে।’
অভিনেতা আফরান নিশো বলেন, ‘কোনো কিছুই করা যাচ্ছে না। নানা রকম বাধা আমাদের সামনে। কেউ আমাকে বলে দেন আমি ও আমরা কীভাবে কাজ করব।’
হাওয়া সিনেমায় শালিক পাখিকে খাঁচায় বন্দি করা, ছেড়ে দেয়া এবং একপর্যায়ে গিয়ে খেয়ে ফেলার দৃশ্য দেখানোর অভিযোগে সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে ২০ কোটি টাকার মামলা করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
এ নিয়ে ইউনিটের সঙ্গে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে সুমন বলেন, ‘ওনারা আমার সঙ্গে বা আমাদের সঙ্গে কোনো প্রকার কথা বলেননি। আমরা যা জানতে পারছি তা সংবাদমাধ্যমে, তাই আমরা যা বলতে চাচ্ছি সেটাও আমরা জানাচ্ছি সংবাদমাধ্যমে।’
সেপ্টেম্বরের মধ্যে নির্মাতা, শিল্পী-কলাকুশলীরা গোলটেবিল আলোচনা এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে স্মারকলিপি দিতে চান। এ নিয়ে আরও পরিকল্পনা করছেন তারা।