ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বাচ্চা যদি তাড়াতাড়ি না হত তাহলে খুশি হতেন অভিনেত্রী ও শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে অপু অভিনীত সিনেমা আজকের শর্টকাট। তার প্রচারের কাজে এখন তিনি কলকাতায় রয়েছেন।
‘অপু বিশ্বাসের জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন?’, আনন্দবাজারের এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হত।’
বিয়ে-সন্তান নিয়ে অপু বিশ্বাস আক্ষেপ করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি প্রশ্ন করলেন, তাই উত্তর দিলাম। তবে এটা সত্যি বিয়ে না হলে তো মা হওয়াও হত না।’
বিয়ে নিয়ে অপুর কণ্ঠে অখুশির সুর থাকলেও সন্তান নিয়ে খুশি তিনি। অপু বলেন, ‘মা হয়েছি। ভুল করে হলেও...।’
অপু কলকাতায় থাকলেও ছেলে আব্রাম খান জয়কে দেশে রেখে গেছেন। অপু জানান, জয়কে তিনি সেভাবেই বড় করছেন যেন, সে বুঝতে পারে মায়ের জীবনে কাজটা খুবই গুরুত্বপূর্ণ।
শাকিব খানের সঙ্গে আবার সিনেমায় অভিনয় করবেন কিনা, জানতে চাইলে অপু বলেন, ‘দর্শক যে দিন চাইবে, সেদিন আমাদের একসঙ্গে দেখা যাবে।’
আজকের শর্টকাট সিনেমাটি কলকাতায় অপু অভিনীত প্রথম সিনেমা। বেকারত্বকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিনেমার গল্প। গল্পটি জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর, পরিচালনায় সুবীর মণ্ডল।
সিনেমার কেন্দ্রিয় চরিত্রে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী। বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে যান চিকিৎসা করাতে। তাদের নিয়েই সিনেমার গল্প; আছে বেকারত্বের সমস্যার কাহিনিও। বাংলাদেশ থেকে যাওয়া তেমনই এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ঘটনাচক্রে যার পরিচয় হবে গৌরবের সঙ্গে।
সম্প্রতি অপু বিশ্বাস নাম লিখিয়েছেন প্রযোজকের খাতায়। প্রযোজক হিসেবে সারকারি অনুদান পেয়েছেন তিনি। সিনেমার নাম লাল শাড়ি। বন্ধন বিশ্বাসের পরিচালনায় সিনেমাতে অভিনয়ও করবেন তিনি।