নাট্য নির্মাতা ইমরাউল রাফাত নির্মাণ করেছিলেন নাটক মেইড ইন চিটাগং। চট্টগ্রামের ছেলে রাফাতের নির্মাণে এবার মেইড ইন চিটাগং আসছে সিনেমা হয়ে। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ অরিজিনাল। প্রযোজক এনামুল কবির সুজন।
এরই মধ্যে সিনেমা নির্মাণের কাজ শেষ হয়েছে। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়ার জন্য চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অনাপত্তিপত্রের আবেদন করা হয়েছে। এফডিসি অনাপত্তিপত্র ইস্যুও করেছে।
মেইড ইন চিটাগং কনটেন্টটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পরিচালক ইমরাউল রাফাত এবং বিঞ্জ অ্যাপ কর্তৃপক্ষ।
ইমরাউল রাফাত নিউজবাংলাকে বলেন, ‘একই নামের আমার নাটক আছে। কিন্তু সেটার সঙ্গে সিনেমা মেইড ইন বাংলাদেশের কোনো মিল নেই। দৃশ্যায়নও নতুন। শুধু নাটকে যে অভিনয়শিল্পীরা ছিলেন, তাদের অধিকাংশই আছেন সিনেমায়।’
নির্মাতা জানান, সিনেমাটি চট্টগ্রামের ভাষায়, তাই অনেক প্রেক্ষাগৃহে যে এটা মুক্তি পাবে, এমন নাও হতে পারে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া।