লম্বা আবছায়া এক করিডর, সেখানে বৈদ্যুতিক সার্কিটে আলোর ঝলকানি, স্ট্রেচারে পড়ে আছে লাশ, এরই মাঝে মাথায় কালো ওড়না পেঁচিয়ে আটোমেটিক রাইফেল দিয়ে ফায়ার করতে করতে প্রবেশ করেন এক তরুণী। ফায়ার শেষে উল্টো ফিরে আসতেই দেখা গেল ক্রোধে ভরা এক মুখ।
ঠিক এমন অবতারেই নির্মাতা রায়হান রাফির আসন্ন সিনেমা নিঃশ্বাস-এর টিজারে ঝলক দেখালেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
১ মিনিটের থমথমে এই টিজারটি শুক্রবার রাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ফেসবুক পেজে প্রকাশ হয়েছে।
সিনেমাটি নিয়ে এক সংবাদ বিজ্ঞতিতে রায়হান রাফি বলেন, ‘নিঃশ্বাস এখন পর্যন্ত আমার করা সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ। আমার সব ছবি থেকে এই ছবির মেকিং, স্টাইল, জনরা সবকিছুই আলাদা।’
নিঃশ্বাসে ফারিণ। ছবি: সংগৃহীত
এই সিনেমার আয়োজন নিয়ে তিনি বলেন, ‘জানি না, নিঃশ্বাস-এর টিজার দেখে দর্শক কতটুক বুঝতে পেরেছে, এই সিনেমার অনেক বড় একটা সেট বানানো হয়েছে। সেই সঙ্গে সিনিয়র-জুনিয়র মিলিয়ে ৫০ থেকে ৬০ জন শিল্পী কাজ করেছেন।’
ফারিণ ছাড়াও এতে আর কারা অভিনয় করছে বা কবে মুক্তি পাবে তা অবশ্য এখনও জানানো হয়নি।