ফেসবুক লাইভে এসে অভিনেত্রী মাহিয়া মাহি বলেছেন, ‘একটা ভালো জিনিসের পেছনে কেন আমরা লাগি, আমি বুঝি না।’
এখানে ভালো জিনিস বলতে মাহি হাওয়া সিনেমাকে বুঝিয়েছেন। আর ‘পেছনে লাগা’ বলার মাধ্যমে সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে বণ্য প্রাণী অপরাধ দমন ইউনিটের করা মামলাকে বুঝিয়েছেন।
মাহি তার লাইভ ভিডিওতে বণ্য প্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনটি একটু পরিবর্তন করার অনুরোধ করেছেন। এর ব্যাখ্যা দিয়ে মাহি বলেন, ‘ঢাকা শহরে ও গ্রামেগঞ্জে কোটি কোটি বাসা আছে, যেখানে ময়না পাখি পালে, বিভিন্ন পশুপাখি পালা হয়। তো সবার নামে যদি মামলা না হয়, তাহলে প্লিজ আমি অনুরোধ করব আইনটা একটু পরিবর্তন করা উচিত।’
মাহি তার ভিডিওতে নিজেই স্বীকার করেছেন যে, তিনি আইনটি জানেন না। তিনি বলেন, ‘কেন হাওয়া সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এ আইনে কী আছে আমি জানি না।’
আইন পরিবর্তনের অনুরোধ করার কারণ উল্লেখ করে মাহি বলেন, ‘আমার এ রকম অনেক সিনেমা আছে যে সিনেমায় আমরা পাখি খাঁচায় দেখিয়েছি। তাহলে কি সেই সিনেমার বিরুদ্ধেও মামলা হবে? এটা তো একটা টেনশনের বিষয়।’
অভিনেত্রী মাহি তার ভিডিও শুরু করেন তার এক আন্টির বাসায়। সেখানে তিনি খাঁচায় বন্দি একটি ময়না পাখি দেখান এবং জানান একটা আঙ্কেল তার সেই আন্টিকে খাঁচায় বন্দি ময়না এনে দিয়েছেন।
মাহি বলেন, ‘যে কারণে এ লাইভে এসেছি, সেটা হলো, তাহলে কি এই আন্টির বিরুদ্ধে ২০ কোটি টাকার মামলা হবে?’ হাওয়া সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা হওয়া অভিনেত্রীকে অনেক কষ্ট দিয়েছে। নিচ থেকে পা টেনে না ধরার আহ্বান জানান মাহি। একই সঙ্গে হাওয়া, পরাণসহ অন্যান্য ভালো সিনেমা দেখার আমন্ত্রণ জানান তিনি।