৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে বর্ডার সিনেমা। মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। সেখানে সিনেমাটি নিয়ে পাওয়া গেছে কিছু ধারণা।
বর্ডার এলাকার একটি গ্রাম সুলতানপুর। যেখানে পানির ওপর পদ্ম ভাসে, নিচে মানুষের লাশ। এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করে বাবাজান। তিনি ওই এলাকার সব।
বাবাজান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। সিনেমায় আরও আছেন সুমন ফারুক, সাঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে।
কিছুদিন আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিশিয়াল পোস্টার। তখন জানানো হয়েছিল, বর্ডার হলো দুই দেশের সীমানা। এই সীমানা দিয়ে বৈধভাবে পার হয় মানুষ, গরুসহ নানা দ্রব্য। তেমনি আবার হয় মাদকসহ নানান দ্রব্যাদির চোরাচালান।
এই চোরাচালানকে ঘিরে গড়ে ওঠে বেশ কিছু গ্যাং। আবার তাদের মাঝে ঘটে নানা ঘাত, প্রতিঘাত, সংঘাত। সেসব কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমা বর্ডার।
ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির, কাহিনি আসাদ জামানের।