২০২০ সালের ২ ডিসেম্বর ভারতের দক্ষিণী সুপারস্টার বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস ঘোষণা করেন তার নতুন সিনেমা সালার-এর নাম। এটি পরিচালনা করছেন কেজিএফ-এর নির্মাতা প্রশান্ত নীল।
এই সিনেমার ঘোষণা আসার পর থেকেই উচ্ছ্বসিত প্রভাসের ভক্ত-অনুরাগীরা। বাহুবলীর পর এটাই হতে যাচ্ছে তার আরেক ধামাকা। অবশেষে সিনেমাটি মুক্তির নতুন দিন ঘোষণা করা হলো।
ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে প্রভাস ও প্রশান্ত নীল ঘোষণা করেন ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সালার। এর আগে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
মুক্তির নতুন তারিখের সঙ্গে সালার-এর একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যা কেজিএফ-এর পোস্টারগুলোর কথা স্মরণ করিয়ে দেয়।
পোস্টারে পিস্তল-ধারাল অস্ত্রসহ ধ্বংসস্তূপ ও বিক্ষিপ্ত লাশের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রভাসকে।
সিনেমাটি যে ব্যাপক অ্যাকশনধর্মী হবে তা আগেই জানিয়েছিলেন প্রশান্ত নীল। সালার-এর নাম ঘোষণার সময় একটি পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘সবচেয়ে হিংস্র পুরুষ... একজনকে ডাকো... সবচেয়ে হিংস্র!’
সেই সঙ্গে তিনি লেখেন, ‘সিনেমার প্রতি ভালোবাসার জন্য, ভাষার দেয়াল ভেঙে, আপনাদের সামনে একটি ভারতীয় চলচ্চিত্র উপস্থাপন করছি। প্রিয়তম প্রভাস স্যারকে স্বাগতম।’
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসএস রাজামৌলির আরআরআর পরবর্তী তেলেগু সিনেমার সবচেয়ে বড় প্রজেক্ট সালার।
প্রভাস ছাড়াও সালার-এ রয়েছেন প্রধান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়া খল চরিত্রের অভিনয় করছেন জগপতি বাবু। সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।