বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘দামাল’ ট্রেইলারে ‘স্বাধীন বাংলা ফুটবল টিম’ এর সত্য কিছু ঘটনা

  •    
  • ১৬ আগস্ট, ২০২২ ১৯:৩২

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনার সঙ্গে ফিকশনের আশ্রয় নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প। অল্প করে আছে এ সময়টাও।

প্রকাশ পেয়েছে দামাল সিনেমার ট্রেইলার। পরাণ সিনেমারর সফলতার পর দর্শকদের আগ্রহ ছিল নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা দেখার। সেই আগ্রহ পূরণ হতে যাচ্ছে দর্শকদের।

২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনার সঙ্গে ফিকশনের আশ্রয় নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প। অল্প করে আছে এ সময়টাও।

ট্রেইলারের ভয়েস ওভারে শোনা যায়, ‘একটা দেশ, একটা যুদ্ধ, একটা পতাকা। এক এক করে অনেকে মিলে এক হওয়া।’

আরও শোনা যায়, ‘কেউ অস্ত্র তুলে নিয়েছিল হাতে, কেউ পায়ে। কেউ নামে যুদ্ধের মরণ খেলায়, হোক যে যোদ্ধা বা খেলোয়ার, লড়াইয়ে এক বিন্দু দেয়না ছাড়। একদিকে আসে মিছিল, আরেকদিকে উল্লাসের মিশন। খেলার মাঠ হোক কিংবা যুদ্ধের ময়দান, কেউ কারে নাহি ছাড়ে, যায় যদি যাক প্রাণ।’

সিনেমার টুকরো টুকরো দৃশ্যে ২৫ মার্চের কাল রাত, মুক্তিযুদ্ধ এবং ফুটবল খেলার দৃশ্য উঠে এসেছে। আছে পাকিস্তানি আর্মী ও তাদের দোসরদের বর্বরতা।

সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, সুমিত, সিয়াম, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, পাকিস্তানিদের দোসরের চরিত্রে রাশেদ অপুসহ অনেকে।

ট্রেইলারটি ফেসবুকে শেয়ার করে রায়হান রাফি লিখেছেন, ‘দামাল আসছে ২৮ অক্টোবর। দেখা হবে সিনেমা হলে।’

এ বিভাগের আরো খবর