শুরু হয়ে গেছে জীবনের নতুন সময়, নতুন অধ্যায়। মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু। ইনস্টায় নিজেই আনন্দের এ খবর দিয়েছেন তিনি।
লেখা ছাড়াও দুটি ছবি পোস্ট করেছেন বিপাশা। যেখানে দেখা যাচ্ছে তার বেবি বাম্প এবং সঙ্গে রয়েছে অনাগত সন্তানের বাবা করণ সিং গ্রোভার।
মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ঢালা সাদা শার্টে বিপাশা এবং তার স্বামী করণ। বিপাশার শরীরে মাতৃত্বের ছাপ। হাস্যোজ্জ্বল বিপাশা দু’হাতে আগলে রেখেছেন বেবিবাম্প আদতে অনাগত সন্তানকে। করণও ছুঁয়ে রয়েছেন বেবিবাম্প, আবার চুমু এঁকে দিচ্ছেন সেখানে।
ছবি দিয়ে ক্যাপশনে বিপাশা লিখেছেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। শিগগিরই আমরা দুই থেকে তিন হব।’
২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেন বিপাশা-করণ। বাঙালি নিয়েমে সাত পাক ঘোরেন তারা। ব্যক্তিজীবনকে কিছুটা আড়াল করেই রেখেছেন এ তারকা দম্পতি।