বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপুর কলকাতার সিনেমার পোস্টার প্রকাশ, সেপ্টেম্বরে মুক্তি

  •    
  • ১৫ আগস্ট, ২০২২ ১৮:২২

বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে যান চিকিৎসা করাতে। তাদের নিয়েই সিনেমার গল্প। বাংলাদেশ থেকে যাওয়া তেমনই এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস।

দেশের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত প্রথম কলকাতার সিনেমা আজকের শর্টকাট। ২০১৮ সালে সিনেমাটির শুটিং করেছিলেন তিনি।

তিন বছরেরও বেশি সময় পর সিনেমার ট্রেইলার ও গান প্রকাশ পায়। সোমবার প্রকাশ পেল সিনেমাটির পোস্টার।

এ সিনেমার মাধ্যমে কলকাতায় আত্মপ্রকাশ করছেন অপু বিশ্বাস। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী।

এতে আরও অভিনয় কেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গল্পের দুই মূল চরিত্র দুই মেরুর। বিশু চরিত্রে অভিনয় করা পরমব্রত বস্তির ছেলে। আর তার বস্তির পাশের বহুতল ভবনে থাকেন গৌরব।

বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে যান চিকিৎসা করাতে। তাদের নিয়েই সিনেমার গল্প; আছে বেকারত্বের সমস্যার কাহিনিও। বাংলাদেশ থেকে যাওয়া তেমনই এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ঘটনাচক্রে যার পরিচয় হবে গৌরবের সঙ্গে।

দুই বাংলাতেই জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। তার আগুন পাখির গল্প থেকেই গড়ে উঠেছে সিনেমার গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।

সিনেমার কাহিনিকারের পাশাপাশি গানের কাজও করেছেন নচিকেতা। সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

এ বিভাগের আরো খবর