ছুটির দিনগুলোতে দর্শকদের চাপ বাড়ে রাজধানীর সিনেপ্লেক্সে। বিশেষ করে পরাণ ও হাওয়া সিনেমা দেখতে ছুটির দিনকেই বেছে নিচ্ছেন দর্শকরা। তবে খোঁজ নিয়ে জানা যায়, শুধু ছুটির দিন নয়, কাজের দিনগুলোতেও টিকিট পাওয়া যাচ্ছে নাপরাণ ও হাওয়ার।
স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে গিয়ে মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টিকিট কেনার সুযোগ রয়েছে। সেই সুযোগ নিয়ে পরাণ সিনেমার টিকিট কিনতে আগ্রহী অনেকেই টিকিট পাচ্ছেন না। ৫ আগস্ট থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত সব শো-ই প্রায় হাউজফুল।
অনলাইনে টিকিট কিনতে আগ্রহী নিউজবাংলাকে জানান, তিনি অনলাইনে পরাণ সিনেমার টিকিট কাটতে চেয়েছিলেন, না পেয়ে হাওয়া সিনেমার টিকিট কিনতে চেয়েছেন। সেটাও পাচ্ছেন না।
তিনি বলেন, ‘টিকিট একটা-দুইটা কিছু শোতে পাওয়া যাচ্ছে। সেগুলো কোনার দিকে। আমি তিন দিন পর্যন্ত অগ্রিমে টিকিট কেনার চেষ্টা করছিলাম আর আমার লাগবে ৪টি টিকিট। কিন্তু অধিকাংশ শো-তেই চারটি টিকিট একসঙ্গে নেই। যেগুলোতে আছে, সেগুলো একেকটা একেক জায়গায় এবং সেই সিটগুলো একেবারে কোনায় বা একেবারে সামনে।’
সরেজমিনে গিয়েও একই চিত্র। এসকেএস, বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের টিকিট কাউন্টারে তেমন ভিড় নেই, তবে টিকিটও নেই। সিনেপ্লেক্সের ৫টি শাখায় হাওয়া সিনেমার ২৬টি শো, পরাণের চলছে ১৪টি শো।
১০ জুলাই মুক্তি পেয়ে পরাণ চলছে ৪৮ প্রেক্ষাগৃহে, ২৯ জুলাই মুক্তি পাওয়া হাওয়া চলছে ৪১ প্রেক্ষাগৃহে।
পরাণ সিনেমার প্রযোজক আশা প্রকাশ করে নিউজবাংলাকে জানান, হাউসফুল হয়ে পরাণ সিনেমাটা আরও চার সপ্তাহ চলবে।