বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একটা রঙিন প্রজাপতির অপেক্ষায় পরী

  •    
  • ৩ আগস্ট, ২০২২ ২২:১৯

পরীর কল্পনার রঙিন প্রজাপতিটি ছেলে না মেয়ে তা এখনও প্রকাশ করেননি তিনি। এদিকে অনাগত সন্তানের জামাকাপড় দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নিজেদের মতো করে জানাচ্ছেন মন্তব্য।

‘মাঝে মাঝে আমার মনে হয়, সে আমার ডানা হয়ে আসবে। আমাকে ওড়াতে আসবে। আমি উড়ব, খুব করে একদিন।’

গত ১৮ এপ্রিল নিজের ফেসবুক পেজে এভাবেই নিজের মা হতে যাওয়ার অনুভূতি প্রকাশ করেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

আর কিছুদিনের মধ্যেই মা হতে যাচ্ছেন তিনি। আয়োজনের সঙ্গে অনাগত সন্তানের আগমনের প্রহর গুনছেন পরী।

স্বামী-রাজের সঙ্গে নতুন অতিথির জন্য করেছেন কেনাকাটা। এরই মধ্যেই সেসবের একঝলক মঙ্গলবার ফেসবুকে প্রকাশ করেন পরী।

এবার সেই কেনাকাটা করতে যাওয়ার ছবিও প্রকাশ করলেন তিনি। বুধবার রাতে আরও কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরী।

অনাগত সন্তানের জন্য কেনাকাটা করছেন পরী-রাজ। ছবি: সংগৃহীত

সেখানে দেখা যাচ্ছে, কোনো এক শপিংমলের বেবি জোনে তাদের অনাগত সন্তানের জন্য জামাকাপড়, জুতা-স্যান্ডেলসহ আনুষাঙ্গিক জিনিসপত্র কিনছেন রাজ-পরী।

সেই ছবিগুলোই বুধবার রাতে পোস্ট করে পরী লেখেন, ‘একটা রঙিন প্রজাপতির অপেক্ষায়… আর একটু শপিং।’

অনাগত সন্তানের জন্য কেনাকাটা করছেন পরী-রাজ। ছবি: সংগৃহীত

তবে পরীর কল্পনার রঙিন প্রজাপতিটি ছেলে না মেয়ে তা এখনও প্রকাশ করেননি তিনি।

এদিকে অনাগত সন্তানের জামাকাপড় দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নিজেদের মতো করে কেউ লিখেছেন, মেয়ে হবে পরীর, আবার কেউ বলেছেন ছেলে।

এ বিভাগের আরো খবর