বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ডাঙ্কি’র সেট থেকে শাহরুখ-তাপসীর লুক ফাঁস

  •    
  • ২৮ জুলাই, ২০২২ ২০:৪৮

লন্ডনে ডাঙ্কির শুটিং সেট থেকে বৃহস্পতিবার শাহরুখ ও তাপসীর লুকের একটি ছবি ফাঁস হয়েছে। এই ছবিতে তাপসী পান্নুর উপস্থিতি ভক্তদের উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে।

বলিউডের খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় ডাঙ্কি সিনেমায় কাজ করছেন শাহরুখ খান ও তাপসী পান্নু।

শাহরুখকে নিয়ে নির্মাতা এই সিনেমার নাম ঘোষণার পর থেকেই ভক্তদের উত্তেজনার মাত্রা আকাশচুম্বী। পরে জানানো হয়, তাপসী পান্নুও রয়েছেন এতে।

বর্তমানে লন্ডনে ডঙ্কির শুটিং করছেন তারা। সপ্তাহখানেক আগে সেখানের শুটিং সেট থেকে শাহরুখের লুকের একটি ছবি ফাঁস হয়।

এবার সেখানে থেকে বৃহস্পতিবার শাহরুখ ও তাপসীর লুকের একটি ছবি ফাঁস হয়েছে। এই ছবিতে তাপসী পান্নুর উপস্থিতি ভক্তদের উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়, এক্সক্লুসিভ এই ছবিটি একটি ফ্যান পেজ শেয়ার করেছে।

ছবিতে শাহরুখ খানকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। একটি চেক শার্ট এবং কালো প্যান্টের ওপর লাল জ্যাকেট পরে আছেন তিনি। তার সামনে মেঝেতে একটি ব্যাকপ্যাক রাখা আছে। আর পাশে দাঁড়িয়ে থাকা তাপসী পান্নুর সঙ্গে কথোপকথনের মাঝখানে আছেন বলে মনে হচ্ছে।

ছবিতে গোলাপি সোয়েটারের মতো টপে হাস্যোজ্জ্বল তাপসীকে স্নিগ্ধ দেখাচ্ছে। তার কাঁধেও একটা ব্যাকপ্যাক আছে।

বৃহস্পতিবার ‘ডাঙ্কি’র সেট থেকে শাহরুখ-তাপসীর এই ছবিটি ফাঁস হয়েছে। ছবি: সংগৃহীত

অভিবাসন নিয়ে নির্মিত হচ্ছে ডাঙ্কি সিনেমাটি। শাহরুখের পাঞ্জাব থেকে কানাডায় যাওয়ার যাত্রাপথই উঠে আসবে এতে।

সিনেমাটির প্রযোজক শাহরুখ পত্নী গৌরী খান। এর কাহিনি লিখেছেন অভিজাত জোশী, রাজকুমার হিরানি এবং কণিকা ধিলোন।

ডাঙ্কির আনুষ্ঠানিক ঘোষণা আসে গত এপ্রিলে, আগামী বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাবে এটি।

এ বিভাগের আরো খবর