সুর-তাল ঠিক না রেখে রবীন্দ্রসংগীত গাওয়ায় হিরো আলমকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
নোটিশে মিউজিক ভিডিও নির্মাণের নামে বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার ও প্রকাশ বন্ধ করতে বলা হয়েছে।
এতে হিরো আলমের গাওয়া রবীন্দ্রসংগীতের ভিডিও এবং অডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
তিনি বৃহস্পতিবার নোটিশটি পাঠিয়েছেন।
আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়েছে, আশরাফুল আলম ওরফে হিরো আলম সম্প্রতি রবীন্দ্রসংগীত ‘আমার পরান যাহা চায়’ গানের কিছু লাইন ও শব্দের সঙ্গে বিশ্বকবির রচিত মূল গানটির লাইন ও শব্দের মিল পাওয়া যায়নি। এ ছাড়া একইভাবে বাংলাদেশের বিখ্যাত শিল্পী মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও হিরো আলম গেয়েছেন, যার কিছু লাইন ও শব্দের সঙ্গে মূল গানটির মিল নেই।
হিরো আলম চলচ্চিত্র শিল্পী, প্রযোজক, পরিচালক এবং সোশ্যাল মিডিয়ায় সরব ব্যক্তিত্ব। তাই মিউজিক ভিডিওতে বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ, আপত্তিকর অঙ্গভঙ্গি, নৃত্য পরিবেশন ও অশালীন পোশাক পরার মতো এসব কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে নোটিশে।