এবার প্রযোজকের ভূমিকায় অভিনেত্রী অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছেন তিনি। পরিচালক বন্ধন বিশ্বাস নির্মাণ করবেন সিনেমাটি। এর নাম লাল শাড়ি।
বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রথম কিস্তি হিসেবে ৩০ শতাংশ টাকা চেকে গ্রহণ করেছেন অপু বিশ্বাস।
সিনেমাটির কাজ কবে থেকে শুরু হচ্ছে, কে কে অভিনয় করবেন সিনেমায়, তা এখনও চূড়ান্ত করেননি তিনি। নিউজবাংলাকে অপু বলেন, ‘আমাদের ইচ্ছে আছে এই বছরেই কাজ শুরু করার। কিন্তু কবে থেকে সেটা হতে পারে, তা চূড়ান্ত হয়নি।’
অনুদানের চেক নিচ্ছেন প্রযোজক অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
অপু বিশ্বাস আগেই জানিয়েছিলেন লাল শাড়ি সিনেমায় অভিনয় করবেন তিনি। তার সঙ্গে আর কারা থাকবেন সিনেমায় সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা এখনই জানাতে পারছি না।’
ক্যামেরার সামনে অপু বিশ্বাস অভিজ্ঞ একজন। কিন্তু ক্যামেরার পেছনে কাজ করেননি কখনও। প্রযোজনার কাজ সম্পর্কে জানা থাকলেও, নিজে কখনও করেননি কাজটি।
অপু নিউজবাংলাকে বলেন, ‘এটা আমার জন্য নতুন একটা জার্নি, নতুন জীবন। এ নিয়ে আমি একটি স্ট্যাটাসও দিয়েছি। আশা করছি গুছিয়ে কাজ করার। আমি স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। তিনি সব সময় চলচ্চিত্রের সঙ্গে ছিলেন, আশা করি আগামীতেও থাকবেন।’
অপু বিশ্বাস নিজ থেকেই নিউজবাংলাকে বলেন, ‘আমি অনুদান ছাড়াই সিনেমা প্রযোজনা করতে পারতাম। কিন্তু কেন অনুদানের জন্য আবেদন করেছি সে নিয়ে কথা বলতে চাই। তবে এখন না। শিগগিরই বিষয়টি সবাইকে জানাব।’
আজকের শর্টকাট সিনেমার গানের দৃশ্যে অপু বিশ্বাস ও সহশিল্পী। ছবি: ভিডিও থেকে নেয়া
বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে অপু বিশ্বাস অভিনীত কলকাতার আজকের শর্টকাট সিনেমার একটি গান। ‘ছুঁয়ে যাওয়া হাত’ শিরোনামের গানটির পুরোটাতেই দেখা গেছে অপু বিশ্বাস ও তার সহশিল্পী গৌরবকে।
সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কলকাতার কোনো প্রোডাকশনে কাজ করেন অপু বিশ্বাস। সিনেমাটির কাজ ২০১৮ সালে করেছিলেন বলে জানান অপু। সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘এটা আমার অভিনীত অফ ট্র্যাকের সিনেমা। অনেক তো বড় লোকের মেয়ে, গরিবের মেয়ে, প্রেম, অ্যাকশন সিনেমা করেছি। এ সিনেমায় আমার চরিত্রটি সাধারণ মেয়ের। ভালো হয়েছে কাজটি। এখন ঠিকমতো দর্শকদের সামনে আনতে পারলেই খুশি।’