রাজধানীতে স্টার সিনেপ্লেক্সে পরান সিনেমার দর্শকের চাপ থাকায় সোমবার থেকে শোয়ের সংখ্যা বাড়িয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সিনেপ্লেক্সের ৫টি শাখায় একেক দিন একেক পরিমাণ শো চলবে।
সিনেপ্লেক্সের ওয়েব সাইটে দেয়া শো টাইম অনুযায়ী ১৮ জুলাই ১৯টি, ১৯ জুলাই ২১টি, ২০ জুলাই ১৮ এবং ২১ জুলাই প্রদর্শিত হবে ২০টি শো।
অন্যদিকে অনন্ত-বর্ষা অভিনীত দিন- দ্য ডে সিনেমাটি প্রথম থেকে যে পরিমাণ শো চলছিল, এখনও সেই পরিমাণ শো-ই চলছে বলে নিউজবাংলাকে জানান স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।
তিনি এও জানান, দিন- দ্য ডে সিনেমার শো বাড়ানোর কোনো পরিকল্পনা নেই এবং মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি আগে চললেও এখন আর চলছে না।
ওয়েব সাইট থেকে পাওয়া তথ্যে দেখা যায় দিন- দ্য ডে সিনেপ্লেক্সের ৪টি প্রেক্ষাগৃহে ১৮, ১৯ ও ২১ জুলাই ৯টি করে এবং ২০ জুলাই প্রদর্শিত হবে ৮টি শো। দিন- দ্য ডে ঈদের দিন ৮টি এবং ঈদের দ্বিতীয় দিন থেকে ১৪ জুলাই পর্যন্ত শো চলেছে ১২টি করে।
পরান সিনেমার পরিবেশক জাহিদ হাসান অভি নিউজবাংলাকে বলেন, ‘বাংলা সিনেমার ১৮টি শো, এটা রেকর্ড। শুধু তাই না, সন্ধ্যায় যদি দর্শকের চাপ বেশি থাকে, তাহলে একটা-দুইটা শো বাড়িয়ে দেয়া হয়।’
পরান এত দর্শক চাহিদায় থাকার পরও সিনেমার ব্যবসা নিয়ে এখনও কিছু বলতে চাননি অভি। তিনি নিউজবাংলাকে বলেন, ‘এ নিয়ে কিছু বলার সময় এখনও আসেনি। ২২ জুলাই আরও অনেক সিনেমা হলে পরান মুক্তি পাবে। তখন এসব নিয়ে ভালো করে কথা বলতে পারব।’
মেজবাহ নিউজবাংলাকে বলেন, ‘এটা ভালো লক্ষণ। করোনার পর এমন চিত্র আমাদের জন্য আশার আলো। এমন আরও অনেক দিন চলতে থাকলে সিনেপ্লেক্স থেকেই পরান সিনেমাসংশ্লিষ্টরা ভালো একটা অ্যামাউন্ট পাবে।’
অভি জানান, মিশন এক্সট্রিম সিনেমাটি সিনেপ্লেক্সে ৬ মাস ছিল। পরান সিনেমাটিও অনেক দিন থাকবে এবং ভালো ব্যবসা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
অভি বলেন, ‘ব্যবসা তো এখন মুক্তির আগেই হয়ে যাচ্ছে। তালাশ সিনেমাটির ৭০ শতাংশ খরচ আমরা মুক্তির আগেই তুলে ফেলেছিলাম। এগুলো এখন আগের চেয়ে কিছুটা সহজ হয়েছে।’
অভি জানান, ৪ বছর পর কোনো সিনেমা নিয়ে দর্শকদের এত মাতামাতি তৈরি হয়েছে। দর্শকদের কাছ থেকে এই সমর্থনটি চান পরান সিনেমার পরিবেশক।