শিগগিরই মা হতে যাচ্ছেন বলিউড ডিভা সোনম কাপুর। কাপুর পরিবারের তোড়জোড় চলছিল অভিনেত্রীর বেবি শাওয়ার (সাধ) অনুষ্ঠানের। বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি।
জানা যায়, সোনমের মাসি কবিতা সিংয়ের বান্দ্রার বাংলোতে চলছিল সেই আয়োজনে প্রস্তুতি। আজ রোববার হওয়ার কথা ছিল অনুষ্ঠান।
তবে কোভিডের কারণে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বোম্বে টাইমস।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ বৃদ্ধি পাওয়ায় মা ও অনাগত শিশুর নিরাপত্তার কথা ভেবে এই অনুষ্ঠান বাতিল করেছে কাপুর পরিবার।
কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পাপারাজ্জিদের তিনি বলেন, ‘সোনমের বেবি শাওয়ার বাতিল করা হয়েছে এবং আমরা তার পরিবর্তে লাঞ্চ করতে যাচ্ছি।’
এদিকে চলতি বছর মার্চে মা হতে হওয়ার খবর জানান সোনম।