বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন সুস্মিতা?’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ জুলাই, ২০২২ ১৯:১৮

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনও প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। লেখায় তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি (সুস্মিতা)?’

সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত কুমার মোদির প্রেম নিয়ে চর্চা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

টুইটারে লোলিত ‘বেটার হাফ’ বলে সম্বোধন করেন সুস্মিতাকে। তার পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ভালো-মন্দ দুই রকম মন্তব্যই আছে সম্পর্কটি নিয়ে।

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনও প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। লেখায় তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি (সুস্মিতা)?’

সুস্মিতা সেনের সঙ্গে তসলিমা নাসরিনের একবারই দেখা হয়েছিল। সেই ঘটনা উল্লেখ করে তসলিমা লেখেন, ‘সুস্মিতা সেনের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। দেখা হয়েছিল অনেক বছর আগে, কলকাতা বিমানবন্দরে। আমাকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন ভালোবাসি।’

তসলিমা আরও বলেন, ‘আমার চেয়েও দীর্ঘাঙ্গী খুব তো কেউ নেই এ অঞ্চলে, তাই তার পাশে দাঁড়িয়ে নিজেকে হঠাৎ বেটে বলে বোধ হয়েছিল। তার সৌন্দর্য থেকে মুগ্ধতার চোখ সহজে সরিয়ে নিতে পারিনি।’

সুস্মিতা সেনের ব্যক্তিত্ব সবচেয়ে বেশি পছন্দের তসলিমার। আরও কিছু ভালো লাগার কথা জানিয়ে তসলিমা লেখেন, ‘অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন। ভালো লাগতো তার সততা, সাহসিকতা, সচেতনতা, স্বনির্ভরতা, ভালো লাগতো তার দৃঢ়তা, ঋজুতা।’

তবে সুস্মিতা যার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন, সেই ললিতকে স্বাগত জানাতে পারছেন না তসলিমা। ললিতকে ‘অনাকর্ষণীয়’ বলেছেন তিনি।

তসলিমা লেখেন, ‘নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন। লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি?’

লোকটির প্রেমে পড়াটা বিশ্বাসই করতে পারছেন না তসলিমা। লিখেছেন, ‘বিশ্বাস হতে চায় না যে তিনি (সুস্মিতা) প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যাঁরা পড়েন, তাদের ওপর থেকে আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।’

টুইটারে সুস্মিতার সঙ্গে চারটি ছবি পোস্ট করে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সম্পর্কের কথা ঘোষণা করেন ললিত মোদি।

বলিউড ডিভার প্রতি ভালোবাসা প্রকাশ করে ললিত মোদি লেখেন, “মালদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম। আর ‘বেটার হাফ’ সুস্মিতার কথা তো আলাদা করে বলতেই হবে। অবশেষে একটি নতুন জীবনের শুরু।’

এ বিভাগের আরো খবর