বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩৯-এ ক্যাটরিনা

  •    
  • ১৬ জুলাই, ২০২২ ১৫:০০

ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা লন্ডনের এক ফ্যাশন শোয়ে নজরে পড়েন ভারতীয় পরিচালক কাইজাদ গুস্তাদের। ২০০৩ সালে কাইজাদ তার বুম সিনেমার জন্য বেছে নেন ক্যাটরিনাকে। এই সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু তার।

মাত্র ১৪ বছর বয়সে হাওয়াইয়ের এক বিউটি কনটেস্টে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু। এরপর এক গয়না সংস্থার মডেল হিসেবে পেশাগত মডেলিং জগতে প্রবেশ। লন্ডন ফ্যাশন উইকে নিয়মিত উপস্থিতি, সেখান থেকে আজ বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম একজন।

বলছি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কথা। আজ তার জন্মদিন। ৩৯ বছরে পা রাখলেন তিনি। ১৯৮৩ সালের ১৬ জুলাই হংকং-এ জন্ম তার।

জন্মদিনে জেনে নেয়া যাক তার বলিউডের যাত্রা সম্পর্কে কিছু তথ্য।

ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা লন্ডনের এক ফ্যাশন শোয়ে নজরে পড়েন ভারতীয় পরিচালক কাইজাদ গুস্তাদের।

২০০৩ সালে কাইজাদ তার বুম সিনেমার জন্য বেছে নেন ক্যাটরিনাকে। এই সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু তার। তবে বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি ক্যাটরিনার প্রথম অভিনীত বলিউড সিনেমাটি।

এরপর ভারতে সাফল্যের সঙ্গে মডেলিং শুরু করেন তিনি। তবে হিন্দি ভাষায় সাবলীল না হওয়ার জন্য প্রথম দিকে বলিউড সিনেমার কাজ পেতে তার বেশ সমস্যার সম্মুখীন হতে হয় তাকে।

২০০৪ সালে তেলেগু সিনেমা মালিশ্বরীতে কাজ করার পর বলিউডে বেশ কিছু সফল রোমান্টিক কমেডি সিনেমায় কাজ করেন তিনি। ২০০৫ সালের ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া, ২০০৭ সালে নমস্তে লন্ডন তার মধ্যে অন্যতম।

এরপর ২০০৯ সালের নিউ ইয়র্ক, ২০১১ সালের মেরে ব্রাদার কি দুলহান সিনেমায় ক্যাটের অভিনয় বেশ সমাদৃত হয়। এরপর একে একে বিভিন্ন অ্যাওয়ার্ডে মনোনীত হতে শুরু করেন।

সেই সময় আজব প্রেম কি গজব কাহানি, রাজনীতি, জিন্দেগি না মিলেগি দোবারা-এর মতো বেশ কিছু বক্স অফিসে সফল সিনেমায় কাজ করেন তিনি।

২০১২ সালের এক থা টাইগার, ২০১৩-তে ধুম থ্রি, ২০১৪-তে ব্যাং ব্যাং সিনেমা দিয়ে প্রবল জনপ্রিয়তা কুড়ান ক্যাটরিনা।

এরপর তার অভিনীত টাইগার জিন্দা হ্যায়, সূর্যবংশী, ভারত সিনেমাগুলো ব্যবসা সফল।

এই মুহূর্তে ক্যাটরিনার হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। করছেন টাইগার থ্রি, মেরি ক্রিসমাস-এর শুটিং। এছাড়া ফারহান আখতারের জি লে জারা-তে দেখা যাবে তাকে।

এদিকে আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ফোন ভূত।

এ বিভাগের আরো খবর