মাথার কাঁচা-পাকা চুলের আইকনিক স্টাইলটা দেখলেই মনে পড়ে যায় ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা। চুলের সেই ঢংটা নিয়েই হাজির হয়েছেন কঙ্গনা রানাউত।
ইমারজেন্সি সিনেমার প্রথম ঝলক প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। সেখানেই ইন্দিরা গান্ধীর লুকে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
সিনেমার লুক পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী এবং বিতর্কিত নারী। ইমারজেন্সি সিনেমার শুটিং শুরু হল।’
ইন্দিরাকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। চরিত্রটিকে জীবন্ত করে তুলতে কাজ করেছেন বিশ্বের অন্যতম মেকআপ শিল্পী ডেভিড মেলিনোস্কি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৯৭৫ থেকে ১৯৭৭ সালে ভারতের জরুরি অবস্থা সময়ের রাজনৈতিক পটভূমিতে সিনেমা নির্মাণ করতে আগ্রহী ছিলেন কঙ্গনা। তাই সিনেমাটি পরিচালনাও করছেন তিনি।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল কঙ্গনার ধাকাড়। বক্স অফিসে একদমই ব্যবসা করতে পারেনি সিনেমাটি। এখন দেখার অপেক্ষা নতুন এ সিনেমাটি কী করতে পারে।
ইমারজেন্সি ছাড়াও কঙ্গনার হাতে রয়েছে মণিকর্ণিকা রিটার্নস টিকু ওয়েডস শেরু।