ঈদ উদযাপনে মেতেছিলেন বলিউডের তারাকারা। তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা লিখে জানিয়েছেন শুভেচ্ছা। আর বরাবরের মতো শাহরুখ খান তার বাসার সামনে থাকা হাজার ভক্তকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হাত নেড়ে।
শাহরুখের বাড়ি মান্নাতের সামনে ভক্তরা এমনিতেও ভিড় করেন। ঈদে প্রিয় তারকাকে দেখতে প্রত্যেকবারই আসেন হাজার হাজার ভক্ত। সাড়াও দেন বলিউড বাদশাহ।
এবারও মুম্বাইয়ে মান্নাতের প্রবেশদ্বারের কাছে ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। এ সময় বাবার সঙ্গে ছিল আব্রামও।
বলিউড পারফেকশনিস্ট আমির খান টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। তিনি লিখেছেন, ‘সকলের সুস্বাস্থ্য, শান্তি এবং সুখ কামনা করছি।’
মিষ্টি হাসির মাধুরী ‘ঈদ মুবারক, আপনার উদযাপন আনন্দের এবং স্মরণীয় হোক’ লিখে জানিয়েছেন শুভেচ্ছা। তেলুগু সুপারস্টার চিরঞ্জীবী টুইটারে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদ মুবারক। সবার মধ্যে ঐক্য, সম্প্রীতি, শান্তি ও সুখ ছড়িয়ে দিন।’
সবার জন্য ভালোবাসা, হাসি এবং সুখ কামনা করেছেন অভিনেত সঞ্জয় দত্ত।
লিখে, ছবি পোস্ট করে, ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেক বলিউড তারকা। যাদের মধ্যে রয়েছেন রিচা চাড্ডা, সিদ্ধার্থ মালহোত্রা, ইমরান হাসমি, হুমা কুরেশি, অনুপম খের। রোববার উদযাপিত কোরবানির ঈদ। এসব বার্তায় সবাই সুখ, শান্তি ও ঐক্যের বার্তা দিয়েছেন।